পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Qbー সাধারণ স্বাস্থ্যবিজ্ঞান । কোন প্রকার দুর্ঘটনার সম্ভাবনা নাই। এই ত গেল দ্বিতীয় আপত্তি । (৩) তৃতীয় আপত্তি বসন্তের সংক্ৰামকত্ব সম্বন্ধে। কিন্তু এ বিষয়ে কোন প্রকার সন্দেহ থাকিতে পারে না। বরাহনগর কাণ্ডে উল্লিখিত হইয়াছে যে গর্ভস্থ শিশুরাও পরিত্রাণ নাই। তবে কাহারও রোগ হয়, কাহারও হয় না, ইহার কারণ ইণ্ডিভিজুয়েল সসেপটিবিলিটি ( individual susceptibility ) বা xistfix &firefit (natural immunity) S3, girl, eyfs 113 রোগ সম্বন্ধেও এই নিয়ম । কেবল আইসোলেশন ( isolation ) দ্বারা রোগ নিবারণ করিবার প্রস্তাবও অসার । এদেশে তাহার কোন সম্ভাবনা নাই। বিলাত হইতে সম্প্রতি আর একটা তর্কের তরঙ্গ আসিয়া কাহারও কাহারও অন্তর আন্দোলিত করিয়াছে। টাকাতে নাকি ধৰ্ম্মহানি হয়। এ বিষয়ে অধিক কথা বলিবার প্রয়োজন নাই। সম্প্রতি নবদ্বীপে সমাগত পণ্ডিতমণ্ডলী এক বাক্যে টীকা প্রথার অনুমোদন করিয়াছেন। ধন্বন্তরিকৃত শাক্তেয় গ্রন্থেও আছে :- ধেনুস্তিন্য মুস্তুরিকা নরাণাঞ্চ মাসুরিকা । ভজ্জলং বাহুমূলাচ্চ শস্ত্রাস্তেন গৃহীতবান ॥ বাহুমূলেচ শস্ত্ৰানি রক্তোৎপত্তি করাণিচ । তজলং রক্তমিলিতং স্ফোটক জ্বর সম্ভবং ॥