পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বসন্ত নিবারণের উপায়। VVS) (১৫) রোগান্তে রোগীকে কাব লাইজড পোস্তের তৈল মাখাইয়া প্ৰতিদিন গরম জলে স্নান করান কৰ্ত্তব্য । (১৬) রোগীর আরাম কিম্বা মৃত্যুর পর, গদি, মশারি ইত্যাদি দগ্ধ করিতে হইবে। মূল্যবান বস্ত্ৰাদি গরম জলে অৰ্দ্ধ ঘণ্টাকাল সিদ্ধ করিবে: অথবা উষ্ণ জলীয় বাষ্পে ডিস ইনফেক্ট করিবে । (১৭) রোগীর গৃহ ডিস ইনফেক্ট করিবার পূৰ্ব্বে জন প্রাণী শূন্য করিতে হইবে, এবং কাবলিক বা ফিনাইল পূর্ণ গার্ডেন-সিরিঞ্জ (garden syringe) দ্বারা দেয়াল, ছাদ প্রভৃতি স্প্রে করিয়া সমুদয় দ্বার জানালা ও ছিদ্র রুদ্ধ করিতে হইবে । ক্লোরীণ দ্বারা শোধন করিবার সুযোগ থাকিলে তাহাই করা উচিত। কিন্তু সাধারণতঃ গন্ধকই দগ্ধ করা হইয়া থাকে। ১০০০ ঘন ফুট পরিমিত গৃহের বায়ু শোধন করিতে হইলে ১ পাউণ্ড গন্ধক মিথিলম্পিরিটসিক্ত করিয়া প্ৰজ্বলিত করিতে হইবে । দ্বার জানালা ৬ ঘণ্টাকাল রুদ্ধ রাখিলেই চলে । (১৮) ডিস ইনফেকৃশন ক্রিয়া সমাধা হইলে দেয়ালের পলস্ত্ৰা চাচিয়া ফেলিয়া চুণকাম করিতে হইবে। (১৯) রোগীর বাটীতে যাহারা বাস বা যাতায়াত করে, বা যাহারা সন্নিকটে থাকে, তাহদের প্রত্যেককে টীকা দেওয়া কৰ্ত্তব্য । (২০) বসন্ত এপিডেমিকের সময় সমস্ত গ্রাম বা সহরে বাড়ী বাড়ী টীকা দেওয়া উচিত । (২১) মেলা প্রভৃতি বহু লোক সমাগমের স্থানে যাওয়া অনুচিত । (২২) জল ও দুগ্ধ সিদ্ধ করিয়া পান করিবে, এবং অনিয়মিত ভোজন, দুষিত বায়ু সেবন প্রভৃতি যে সমুদয় কারণে শরীর রোগাক্রান্ত হইবার উপযোগী (predisposed) হয়, সে সমুদয় বর্জন করিবে । (২) হাম । এক সাইটিং কাজ -মাইক্রোব বিশেষ যে এই রোগের কারণ তাহা এক প্রকার নিশ্চিত। হামরোগীর রক্তে, চৰ্ম্মের ক্যাপিলারীতে, ইরপশনে বসন্ত ও টীকার বিশেষ বিবরণ জানিতে হইলে আমার “স্মল পক্স ও ভ্যাকসিনেশন’ নামক গ্ৰন্থ পাঠ করা উচিত । R R