পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাধারণ স্বাস্থ্যবিজ্ঞান । فسرb\ ডিম্বাকার মাইক্রোককাস পাওয়া যায়। এই রোগ বীজ অতিশয় সংক্ৰামক । একজন স্ত্রীলোক তাহার হুপিং কফাক্রিান্ত একটা শিশুকে লইয়া আমার নিকট আসিয়াছিলেন এবং আমার একটা দুই মাস বয়স্ক বালিকার শয়নগৃহে একঘণ্টা কাল ছিলেন। ইহার ৩ দিবস পর আমার বালিকাটা হুপিং কফে আক্রান্ত হইয়া ৪ সপ্তাহের মধ্যে মৃত্যুমুখে পতিত হয়। সেণ্ট হেলেনা নামক জাহাজে একদা কতিপয় শিশু এই রোগে আক্রান্ত হয়। ঐ জাহাজের বস্ত্ৰাদি নগরে প্রেরিত হইবার পর, তথায় ঐ রোগের প্রাদুর্ভাব হইয়াছিল। ইনকুবেশন পিরিয়ড প্রায় ৬ দিন। ইনফেকটিভ পিরিয়ড, “হপ” শব্দ না। সারা পৰ্য্যন্ত । নিবারণ প্ৰণালী—(১) রুগ্ন শিশুকে স্বতন্ত্র গৃহে রাখা এবং (২) গৃহ বস্ত্ৰাদি ডিসাইনফেক্ট করা । (o) হাইড্রোফোবিয়া ব রোবিস (Hydrophobia or rabies) এক সাইটিং কাজ - কেহ কেহ রুগ্ন কুকুরের স্পাইনেল কডের্ণ মাইক্রোককাস পাইয়াছেন ; কিন্তু এ যাবৎ রোগোৎপাদক কোন মাইক্রোবের আবিষ্কার হয় নাই। উক্ত স্পাইনেল কন্ড হইতে প্যাষ্টিয়োর (Pasteur) বিষ পৃথক করিয়াছেন। নিবারণ প্ৰণালী-কুকুরের দংশন নিবারণের জন্য কোন কোন দেশে কুকুরকে মুখোস (muzzle) পরাইয়া রাখিবার জন্য রাজবিধি প্ৰবৰ্ত্তিত হইয়াছে। প্যাষ্টিয়োর হাইডোফোবিয়ার টীকা প্রচলিত করিয়াছেন ; gąę wigią 37 (Buisson) 3:5if*ą tą (Russo-Turkish bath) দ্বারা এই রোগ নিবারণের উপায় উদ্ভাবিত করিয়াছেন। \) রেস্পাইরেটরী প্যাসেজ বা শ্বাসযন্ত্রসংক্রান্ত রোগ । এপিডেমিক নিউমোনিয়া (Epidemic Pneumonia) প্রিডিস্পোজিং কাজ-জ্বর, হাম, বসন্ত, রিউমেটিসম, কিডনী ডিজিজ, হাট ডিজিজ প্রভৃতির পর নিউমোনিয়া হইতে পারে। একবার