পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SG o সাধারণ স্বাস্থ্যবিজ্ঞান । করা উচিত । এরিসিপেলাস রোগী দেখিয়া বস্ত্ৰ পরিত্যাগ না করিয়া প্ৰসুতি দেখা উচিত নয়। (২) ডিফ থিরিয়া (diphtheria)। Cএকझाष्ट्रेग्रेि९ কাজ-রোগীর rpäisi CRC3(r (false membrane) এবং লিস্ফেটিকে ক্লাইন (Klein) এক প্রকার ব্যাসিলাস প্রাপ্ত হইয়াছেন এবং তদ্বারা বিড়াল ও গরুর ডিফ থিরিয়া রোগ উৎপাদনা করিয়াছেন। ব্ৰাউন ইনষ্টিটিউটে (Brown institute) (q35 Ti » stÌ fŘVytÇ373 ডিফ থিরিয়া হয়। অনুসন্ধানে প্রকাশ পায় ইতিপূর্বে মানুষ্যের ডিফ থিরিয়া ব্যাসিলাস দ্বারা দুইটী গাভীর ঐ রোগ উৎপাদন করা হইয়াছিল। তন্মধ্যে একটা গাভীর দুগ্ধে পঞ্চম দিবসে ব্যাসিলাস দৃষ্ট হয়, এবং ঐ দুগ্ধ ব্যবহার করিতে নিষেধ করা হয় ; কিন্তু ভূত্যেরা দুইটী বিড়ালকে ঐ দুগ্ধ পান করাইয়াছিল। ২১ দিনের মধ্যেই ইহাদের ডিফ থিরিয়া হয় এবং ক্রমশঃ ১৪টা বিড়াল ঐ রোগে আক্রান্ত হয়। তন্মধ্যে অনেকগুলির মৃত্যু হইয়াছিল। বিস্তৃতি প্ৰণালী—(১) এক রোগী হইতে অন্য রোগীতে সংক্রামিত হয়। সার্জনেরা ডিফ থিরিয়া রোগীর টেকিয়া-লগ্ন টেকিয়টমি টিউব চুষিয়া এই রোগে আক্রান্ত হন। (২) বিড়াল হইতে সংক্রামিত হয়। কখনও কখনও দেখিতে পাওয়া যায় কোন পরিবারে যে সময়ে ২১টা বিড়ালের কাসি হইয়াছে, সেই সময় ঐ বিড়াল লইয়া যাহারা খেলা করে তাহারা ডিফ থিরিয়ায় আক্রান্ত হয় ; কিম্বা শিশুদের ঐ রোগ হইলে বিড়ালদেরও সেই সময় কাসি হয়। ঐ কাসিই ডিফ থিরিয়া । (৩) গাভী দ্বারাও এই রোগ সংক্রামিত হয় । ডিফ থিরিয়াক্ৰান্ত গাভীর দুগ্ধ পানে এই রোগ জন্মিয়া থাকে । (৪) কেহ কেহ বলেন সুয়ার গ্যাস দ্বারা ডিফ থিরিয়া সংক্রামিত হয়। ডিফ থিরিয়াবিষ-দূষিত স্বয়ার গ্যাস সেবনে এই রোগ জন্মে । নিবারণ প্ৰণালী—(১) রোগীর আইসোলেশন ও অপর সকলের ( অন্ততঃ শিশুদের ) গৃহত্যাগ একান্ত কৰ্ত্তব্য। (২) গৃহ, ড়ে,ণ প্রভৃতির ডিসইনফেক্শন করা বিধেয়। (৩) এপিডেমিকের সময় এনলাজড টন্‌সিলে (en