পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

as সাধারণ স্বাস্থ্যবিজ্ঞান । প্রিডিম্পোজিং কাজ-ব্যবসা বিশেষ ( কয়লা খনন প্রভৃতি), ঋতু বিশেষ (শীতকাল ), সিক্ত ভূমি (damp soil), সিফিলিস, হাম, ডিফ থিরিয়া, হুপিং কফ প্রভৃতি । একৃসাইটিং কাজ-কখ (Koch) প্রমাণ করিয়াছেন ব্যাদিলাস এই রোগের কারণ। এই ব্যাসিলাস রড (rod) আকৃতি, কিন্তু অনেক সময় কিঞ্চিৎ বক্র হইয়া পড়ে। রোগীর কাফে, ফুসফুসের ক্ষয়গ্ৰস্ত ংশে, ক্ষয়গ্ৰস্ত স্কফিউলাস গ্রাণ্ডে এবং কর্ণের পু্য প্রভৃতিতে ইহা পাওয়া যায়। ইহাদের স্পোর আছে। বিস্তৃতি প্ৰণালী-রোগীর শুষ্ক কফ মল প্রভৃতি মিশ্রিত ধূলিকণা নিশ্বাসের সহিত গ্রহণে, যক্ষ্মাগ্ৰস্ত জীবের মাংস আহারে, যক্ষ্মাগ্ৰস্ত গাভীর দুগ্ধ পানে এবং মক্ষিক-দূষিত পদাৰ্থ আহারে এই রোগ সংক্রামিত হয় । একটী মুরগী একজন যক্ষ্মা রোগীর কফ খাইয়া যক্ষ্মাগ্ৰস্ত হইয়াছিল। সেই মুরগী আৰ্দ্ধসিদ্ধ অবস্থায় আহার করিয়া এক ব্যক্তির যক্ষ্মা রোগ জন্মিয়াছিল। যক্ষ্মীরোগীর শুষ্ক কফের চুর্ণ কয়েকটী কুকুরকে নিশ্বাসের সহিত টানিয়া লইতে দেওয়া হইয়াছিল ; ২॥১ সপ্তাহ পর ইহাদের ফুসফুস ক্ষয়প্রাপ্ত হইয়াছিল। স্বামীর রোগ স্ত্রীতে সংক্রামিত হওয়ার ৩টা দৃষ্টান্ত আছে :-(১) এক রজকিনী তাহার যক্ষ্মাগ্ৰস্ত স্বামীর বস্ত্ৰ প্ৰক্ষালন করিত। স্বামীর মৃত্যুর পর তাহার হস্তে একটী টিউমার (tumour) R3 ; এই টিউমারের অভ্যন্তরে টিউবার্কিল ব্যাসিলাস পাওয়া যায়। তৎপরে তাহার অঙ্গুলী ও ফুসফুস ক্ষয়গ্ৰস্ত হইয়াছিল । (২) এক জন স্ত্রীলোক ছয় মাস কাল তাহার যক্ষ্মাগ্ৰস্ত স্বামীর শুশ্রুষা করে এবং স্বামীর কফপাত্র এবং বস্ত্ৰাদি ধৌত করে। স্বামীর মৃত্যুর ২ মাস পরে তাহার অঙ্গুলীর পৃষ্ঠে একটা নডিউল (nodule) হয়। এবং হস্তের লিম্ফাটিক্‌স (lymphatics) দুষিত হইয়া য়্যাবসেস (abscess) হয়। ঐ ফ্ল্যাবসেন্সে টিউবার্কিল ব্যাসিলাস পাওয়া যায়। তাহার লিংসের এপেক্স ও ক্ষয়গ্ৰস্ত হইয়াছিল। (৩) একজন স্ত্রীলোক তাহার যক্ষ্মাগ্ৰস্ত স্বামীকে মৃত্যুকালে চুম্বন করিতে গিয়া তাহার দ্বারা দুষ্ট হইয়াছিল । প্রথমতঃ তাহার দংশনের স্থানে, তৎপরে অঙ্গুলী ও হস্তে, টিউবার্কিউলার