পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ᏄᏔᏊ সাধারণ স্বাস্থ্যবিজ্ঞান । জলমগ্ন হয়, তাহাতে ম্যালেরিয়া জন্মে। ডেণ্ট (delta) বা নদীমুখস্থভূমি, এবং “মরা নদী”, “মরা খাড়িা” এবং নবসস্তুত চর ম্যালেরিয়ার জন্মভূমি । (৩) গ্রীষ্মপ্ৰধান দেশের উপত্যকা ও নালা-তীরস্থ ভূমি— ঔদ্ভিদ পদার্থের আধিক্য ও জলরাশির অবরোধবশতঃ ম্যালেরিয়াস (malarious) & (৪) গ্রীষ্মপ্ৰধান দেশীয় পর্বতের পাদদেশস্থ বালুকাময় সমতল ভূমি প্রায় ম্যালেরিয়াস হয়। হিমালয়ের পাদদেশস্থ তিরাই প্রদেশ এবং আসাম অঞ্চলের অনেক ক্ষুদ্র ক্ষুদ্ৰ পৰ্ব্বতের পাদদেশ ম্যালেরিয়ার আবাসভূমি। শুষ্ক নদী নালায় যে বালুকারাশি সঞ্চিত হয়, তাহার মধ্যে প্রচুর ঔদ্ভিদ পদার্থ থাকে এবং নিম্নে জলস্রোত প্রবাহিত হয় ; এইরূপ ভূমি ম্যালেরিয়াজনক। যে বালুকা ভূমির নিম্নে কর্দমস্তর আছে, তাহা ইভোপারেশনবশতঃ প্ৰায় আদ্র থাকে, এবং তন্মধ্যে অর্গানিক পদার্থের বিকৃতি বশতঃ ম্যালেরিয়া উৎপন্ন হয়। (৫) জাঙ্গলপ্রদেশ নূতন আবাদ হইবার পর কিছুকাল পৰ্যন্ত তথায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব হয়। নেপাল, দাৰ্জিলিং, ভূটান, তিরাই, আসাম, শ্ৰীহট্ট, কাছাড় প্রভৃতিস্থানে জঙ্গল পরিষ্কার করিয়া চা ও কফি বৃক্ষ রোপণের পর তথায় ম্যালেরিয়া অত্যন্ত প্রবল হইয়াছিল । নবকিৰ্ষিত ভূমি অনেক সময় ম্যালেরিয়া উৎপাদন করে। (৬) ধান্তক্ষেত্র প্রভৃতি জলসিক্ত ভূমি (irrigated lands) কোন কোন স্থলে ম্যালেরিয়া উৎপাদন করে । (৭) ভূমির কোন দোষ না থাকিলেও অবস্থা বিশেষে কোন কোন স্থানে ম্যালেরিয়া উৎপন্ন হয়। কোন হাসপাতালে একটী কনভেলেসেণ্ট রোগীর ওয়ার্ড ছিল। সেই ওয়াডে ২/৩ দিন অবস্থিতির পর সকল রোগীরই টাৰ্ষিয়ান এণ্ড (tertian ague) হইত। অনুসন্ধানে জানা গেল ঐ ওয়াডে একটী পিপায় কতকগুলি উদ্ভিদ বৃষ্টির জলে পচিতেছিল,এবং সেই জল উচ্ছসিত হইয়া দ্বারের নিকটস্থ ভূমিতে প্রবাহিত হইয়া একটী ক্ষুদ্র জলাভূমি স্মৃষ্টি করিয়াছিল। তথাকার বায়ু প্রবাহিত হইয়া ওয়াডে ম্যালে