পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টাইফয়েড নিবারণ । > ԳՀ) ও ব্যাসিলাসের স্পোর গৃহের ড়ে,ণ, সুয়ার, ডোবা ও ভূমিতে দীর্ঘকাল জীবিত অবস্থায় থাকে, এবং কোনক্রমে খাদ্য বা পানীয়ের সঙ্গে মিশ্রিত হইলে তৎসঙ্গে নরদেহে প্ৰবেশ করিয়া টাইফয়েড ফিভার উৎপাদন করে। টাইফয়েড রোগীর শুষ্ক মল ধূলিমিশ্রিত ও বায়ুতাড়িত হইয়া নাসারগ্ধে, এবং নাসারন্ধ হইতে মুখের লালার সহিত এলিমেণ্টারী কেনেলে প্রবেশ করিতে পারে। কিন্তু টাইফয়েড-বিষ-দূষিত জলের সংযোগে বা দূষিত জল মিশ্রিত দুগ্ধের সংযোগে দেহে প্রবেশ করার দৃষ্টান্তই অধিক। পেটেনক ফার বলেন, সব সয়েল ওয়াটারের হ্রাসাকালীন টাইফয়েডের বৃদ্ধি হয়। সব সয়েল ওয়াটারের সঙ্গে সঙ্গে কূপ প্রস্রবণাদির জলও বৃদ্ধিপ্রাপ্ত হয় ; সুতরাং জল যত অধিক, টাইফয়েডের বিষ তত ডাইলুট ও অল্প অনিষ্টকর হয় । লক্ষণ—ইনকুবেশন পিরিয়ড,২-২১ দিন, সাধারণতঃ ২ সপ্তাহ। ইরপশন, সাধারণতঃ সপ্তম হইতে চতুৰ্দশ দিবসের মধ্যে দৃষ্ট হয়। রোগ একমাস পৰ্য্যন্ত স্থায়ী হইতে পারে । নিবারণ প্ৰণালী—(১) রোগীকে স্বতন্ত্র গৃহে রাখিবে এবং তাহার শুশ্রুষার জন্য স্বতন্ত্র লোক নিযুক্ত করিবে। (২) শুশ্রুষাকারীগণ রোগী স্পর্শ করিবার পর ওয়ান ইন থাউজান (r in FOOO) করোসিভ সবিমোট লোশনে হস্ত ধৌত করিবে। (৩) একটী পাত্রে এমোনিয়া ক্লোরাইডে বিগলিত টু পারসেণ্ট (2 per cent) করোসিভ সব্লিমেট লোশন। রাখিয়া তাহাতে রোগীর মল নিক্ষেপ করিবে, এবং অন্ততঃ ২ ঘণ্টা পর ঐ মাল ডেণে কিম্বা শ্বেতখানায় নিক্ষেপ করিবে । কিন্তু মল শোধনের সর্বশ্রেষ্ঠ উপায় করাতের গুড়া কিম্বা ন্যাকড়া সংযোগে দগ্ধীভূত করা । (৪) আরোগ্যলাভ কি স্বা মৃত্যুর পর রোগীর শয্যাদি দগ্ধ করিবে এবং বহুমূল্য বস্ত্ৰাদি ডিস্ ইনফেক্ট করিবে । (3) < (Gigi (Cholera) প্রিডিস্পোজিং কাজ-অনিয়মিত ভোজন, দূষিত জলপান, ঠাও। লাগান ও ভয় প্রাপ্তি প্রভৃতি যে সমুদয় কারণে ডায়েরিয়া হয়, তাহাতে R8