পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/২১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাধারণ স্বাস্থ্যবিজ্ঞান । مع سواح স্কলেরায় আক্রান্ত হুইবার সম্ভাবনা থাকে। অদ্ভুক্ত অবস্থায় (empty stomach) আক্ৰান্ত হইবার সম্ভাবনা অধিক। অনেকক্ষণ অভুক্ত থাকিলে ষ্টমাকের রস স্বৰ্য্যালকেলাইন (alkaline) হয়, এবং জলপান করিলেও ইহার যু্যালিড রন্স নিঃস্থত হয় না। য়্যালকেলিতে কলেরা ব্যাসিলাস বৰ্দ্ধিত হয় ; সুতরাং অভুক্ত অবস্থায় কলেরা-বিষ-দূষিত জল পান করিলে ব্যাসিলাস শীঘ্ৰ বৃদ্ধিপ্ৰাপ্ত হয় এবং রোগ উৎপাদনা করিবার সুযোগ পায়। অধিক দূর ভ্রমণ প্রভৃতি কারণে ক্লান্ত শরীর সহজে রোগাক্ৰান্ত হয় । একৃসাইটিং কাজ-কথ, (Koch) প্রমুখ পণ্ডিতেরা কম ব্যাসিলাস । (cofazza bazazzzs) কলেরার কারণ বলিয়া নির্দেশ করিয়াছেন । প্রাক্স সকলেই কখের মতানুসরণ করেন ; অতি অল্প কয়েক ব্যক্তি এ বিষয়ের প্ৰতিবাদ করেন । তন্মধ্যে সুপ্ৰসিদ্ধ ডাক্তার কানিংহাম বলেন, কেবল কম। ব্যাসিলাস কলেরার কারণ হইতে পারে না, তদ্ভিন্ন অন্য কারণও আছে । অতি সাবধানে ধৈৰ্য্যপূর্বক অনুসন্ধানে প্ৰবৃত্ত হইলে প্রায় সমুদয় কলেরা রোগীর মলে বা স্মল ইণ্টেসটনে কমা ব্যাসিলাস পাওয়া যায় । আরোবিয়ায় ২৯৯ কেসের কেবল মাত্র ৫টা কেসে পাওয়া যায় নাই। আমি অধিক অনুসন্ধান করিবার সুযোগ পাই নাই ; কিন্তু ক্যাম্বেল হাসপাতালে যে কয়ট কলেরা রোগীর পোসটি মর্টেম পরীক্ষা কিম্বা মল পরীক্ষা করিয়াছি তৎ সমুদয় স্থলেই কম প্রাপ্ত হইয়াছি । কমা ব্যাসিলাস আহার করাইয়া কলের উৎপাদনের চেষ্টা কথাই প্রথমতঃ করেন । ষ্টমাকের রস স্ল্যাসিড ও কম। নাশক বলিয়া, তিনি প্রথমতঃ গিনি পিগের ষ্টমাকে সোডা সলিউশন (ফাইভ পারসেণ্ট ) ইঞ্জেক্ট করিয়া পরে কম ব্যাসিলাস ইঞ্জেক্ট করেন। কিন্তু তাহাতে কিছুই ফল হইল না। তখন তিনি মনে করিলেন ইণ্টেস টিনের দ্রুত পেরিসটাল্টিক ক্রিয়ার দরুন কমা ব্যাসিলাস বৰ্দ্ধিত হইবার পূর্বেই অতি শীঘ্ৰ বাহির হইয়া পড়ে। এই পেরিসটণ্টিক ক্রিয়া স্থগিত করিবার জন্য তিনি ষ্টমাকে সোডা ইঞ্জেক্ট করিয়া পেরিটোনিয়মে লডেনাম ইঞ্জেক্ট করেন এবং তৎপর ৩৫টা গিনিপিগের ষ্টমাকে কম ব্যাসিলাস ইঞ্জেক্ট করেন। তন্মধ্যে ৩০টা গিনি পিগের কলেরায় মৃত্যু হয়। সাংঘাইর ডাক্তার মেক্লাওড এইরূপে ৩৪টা গিনিপিগের উদরে কম ইঞ্জেক্ট করেন ; সমুদয় গিনি