পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>bペ সাধারণ স্বাস্থ্যবিজ্ঞান । সরের ন্যায় দৃষ্ট হয়। (৭) নারীরক্তের স্বাভাবিক তাপে (৩৭° সেন্টিগ্ৰেড ) ইহারা বৃদ্ধিপ্রাপ্ত হয় । ইহা অপেক্ষা অতিশয় অধিক কিম্বা অল্প তাপে ইহারা বৰ্দ্ধিত হয় না। বরফেও ইহাদের মৃত্যু হয় না । (৮) ইহারা ঈরবিক ; বায়ুহীন স্থানে ইহাদের বৃদ্ধি স্থগিত হয়,কিন্তু বিষ সতেজ হয়। বায়ু সংস্পর্শে ইহাদের বিষাক্ততা বা পীড়াজনক তার হ্রাস হয়, কিন্তু ডিসাইনফেক্টেন্টের ক্রিয়া রেজিস্ট (resist) বা প্রতিরোধ করিবার শক্তি বৃদ্ধি পায় । কৈহ কেহ বলেন বায়ুহীন ইণ্টেসটিনের অভ্যন্তর হইতে নিৰ্গত হইবার অব্যবহিত পার কমা-ব্যাসিলাস অন্য ব্যাসিলাস কর্তৃক অতি শীঘ্ৰ বিনষ্ট হয়, কিন্তু বায়ুর সংস্পর্শে থাকিতে থাকিতে ইহারা অন্য ব্যাসিলাসের আক্ৰমণ প্রতিরোধ করিবার শক্তি প্রাপ্ত হয় । কানিংহাম বলেন মলা-সংযুক্ত জলে ইহারা নাকি ৪-৯ দিন পৰ্য্যন্ত জীবিত ছিল । কিন্তু আমি গড়পারের দুইটী পুষ্করিণীর মল-সংযুক্ত জলে ১৮ দিন পৰ্য্যন্ত কমা-ব্যাসিলাস প্রাপ্ত হইয়াছি। মাসিলিস্ (Marseilles) বন্দরের জলে ৮১ দিন পৰ্য্যন্ত এই ব্যাসিলাস পাওয়া গিয়াছিল। কখ বলেন ইহারা ১৪৪ দিন পৰ্য্যন্ত জীবিত থাকিতে পারে। বাগানের মৃত্তিকায় ইহারা ২৬ দিন পৰ্য্যন্ত জীবিত থাকিতে পারে । (৯) ইহারা শুষ্ক হইলে মরিয়া যায়। বিস্তৃতি প্ৰণালী-প্রায় সকলেই বিশ্বাস করেন যে, কলেরা-পয়াজন খাদ্য ও পানীয়ের সঙ্গে ইন্টেসটিনে প্রবেশ করিয়া রোগ উৎপাদন করে। জল ও দুগ্ধ কলেরা-পয়জন-দূষিত হইলে কি প্রকারে রোগের প্রকোপ বৃদ্ধি করে, তাহা ইতিপূর্বে বলা হইয়াছে। কেহ কেহ বলেন, কলেরা-পয় --ܟܒ জন সুয়ার গ্যাস বা বায়ুর সঙ্গে গলায় প্রবেশ করিয়া সেলাইভ-সংযোগে ভূক্ত হয় । কিন্তু এই মত প্রেমাণ সাপেক্ষ । আমি কলেরা-রোগীর গৃহ-বায়ু পরীক্ষা করিয়া কখনও তা হাতে কম ব্যাসিলাস প্ৰাপ্ত হই নাই। শুষ্ক অবস্থায় ইহারা জীবিত থাকে না। তবে মল-দূষিত ধূলিকণা প্রবল বাতাস্রোতে তাড়িত হইয়া যদি কোন প্রকারে নাসারান্ধে, কিম্বা মুখ গহবরে প্রবেশ করিতে পারে, তাহা হইলে রোগ জন্মিবার সম্ভাবনা থাকে । পেটেনকঁফারের থিওরি অনুসারে, পামিয়ের লাভ সয়েলে বা যে ভূমিতে জল প্রবেশ