পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলেরা নিবারণ । > b» ́G2r (১৫) বাড়ীতে কিছুমাত্র ময়লা বা আবর্জন রাথিবে না। (১৬) গৃহগুলি জনাকীর্ণ হইলে জনতা হাস করিবে । (১৭) চাল ভাজা, কড়াই মটর ভাজা, ক্ষীর, বাসি দুগ্ধ, নোনা ইলিস, অপক্ক ফুল, বাসি তারকারী, পচা মাছ ইত্যাদি কোন প্রকার গুরুপাক বা বিকৃত খাদ্য স্পৰ্শ করিবে না । অনিয়মিত আহার কিম্বা উপবাস কৱিন্ত্রে না । অতিরিক্ত মদ্য পান প্রভৃতি যে সমুদয় কারণে ডিসপেপসিয়া হয়, বা লিভার কিডনী প্রভৃতি সংক্রান্ত রোগ জন্মে, তাহা বৰ্জন করিবে । (১৮) জল বা দুগ্ধ না ফুটাইয়া পান করিবে না । যেখানে কলের জল আছে, তথায় অন্য কোন জল পান করিবে না । ভিস্তি কিম্বা ভারীর জল সহজেই দুষিত হয়, ইহা মনে রাখা উচিত। নদী পুষ্করিণী কুপ প্রভৃতির দুষিত জলে হস্ত মুখাদি প্রক্ষালন করিলেও বিপদ হইতে পারে। কলিকাতার জেটীর কৰ্ম্মচারী ও কুলীদের মধ্যে কেহ কেহ কলেরায় আক্রান্ত হইয়াছিল। তথায় যে চৌবাচ্চাতে সকলে হস্ত মুখাদি প্ৰক্ষালিত করিত, সেই চৌবাচ্চার জল পরীক্ষা করিয়া তাহাতে কমা-ব্যাসিলাস দেখিতে পাইয়াছিলাম । (১৯) কলেরার প্রাদুর্ভাবকালে সামান্য ডায়েরিয়ার প্রতিকার করা উচিত । অনেক সময় কলেরার প্রিমানিটারী ডায়েরিয়া (premonitory diarrhaea) সামান্য ডায়েরিয়া জ্ঞানে উপেক্ষিত হয়, এবং ঐ অবস্থায় রোগ এক ব্যক্তি হইতে অন্য ব্যক্তিতে সংক্রামিত হয় । (২০) যাহাতে ঠাণ্ডা লাগিয়া ডায়েরিয়া না জন্মে, এরূপ ভাবে শরীক্স আবৃত রাখিবে । (২১) অতিরিক্ত পরিশ্রম কিম্বা রাত্রি জাগরণ করিবে না । (২২) মেলায় কিম্বা কোন জনাকীর্ণ স্থানে গমন করিৰে না । (২৩) সৰ্ব্বদা কলেরা সম্বন্ধে আলাপ করিয়া ভীতিগ্রস্ত হইবে না । শুশ্রীষাকারীদের পক্ষে নিম্নলিখিত নিয়ম পালন করা একান্ত কর্তব্য ৪ (১) রোগীর গৃহে কখনই আহার করিবে না এবং কাহাকেও আহাৱ করিতে দিবে না ।