পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/২২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তভঙ্গী-ভন্ন অঞ্চ-প্ৰত্যাগািজন্ন । ষ্টেট মেডিসীন । পিনেল কোডের চতুৰ্দশ অধ্যায়ে স্বাস্থ্য সম্বন্ধে অনেকগুলি বিধি রহিয়াছে। যে ব্যক্তি জ্ঞানতঃ এমন কোন কাৰ্য্য করে যদ্বারা ইনফেকৃশাস ডিজিজ ব্যাপ্ত হয়, ২৩৯ ধারা অনুসারে তাহার কারাদণ্ড বা অর্থদণ্ড কিম্বা উভয় প্রকার শাস্তি হইতে পারে। কলিকাতার একজন ধোপা নিজ গৃহে বসন্তের আবির্ভাব সত্ত্বেও অপরের বস্ত্ৰাদি গ্রহণ ও প্ৰক্ষালন করিয়াছিল বলিয়া এই ধারা অনুসারে একমাস কারাদণ্ড ভোগ করিয়াছিল ; এবং একটী বালক বসন্তের মামড়ী শরীরে লগ্ন থাকিতেও রাস্তায় বেড়াইতেছিল বলিয়া ১৫ দিন কারাদণ্ড প্ৰাপ্ত হইয়াছিল। খাদ্য দ্রব্যে ভেজাল দিলে, ২৭২ ধারা অনুসারে কারাদণ্ড বা অর্থদণ্ড কিম্বা উভয় প্রকার শাস্তি হইতে পারে। কলিকাতা মিউনিসিপালিটীর আইনের ৩০৭ ধারা অনুসারে, বাড়ীতে ২৪ ঘণ্টার অধিক জঞ্জাল রাখিলে, অর্থদণ্ড হয়। ড়েণ, গোশালা, অশ্বশালা প্রভৃতি রীতিমত পরিষ্কার না। রাখিলে শাস্তি হয়। আইন অনুসারে গৃহ, পাইখানা প্রভৃতি নিৰ্ম্মাণ না করিলে মিউনিসিপালিটীর লোক ভাঙ্গিয়া দিতে পারে। খোলার ঘরে সুব্যবস্থাহীন অবস্থায় কোন ব্যক্তি কলেরা কি বসন্ত রোগে আক্রান্ত হইলে ৩২৪ ধারা অনুসারে তাহাকে হাসপাতালে পাঠান যায়। যে সমুদয় জিনিস সংক্রামক-বিয-দূষিতা, ৩২৭ ধারা অনুসারে তাহা দন্ধীভূত বা শোধিত করা যায়। সংক্রামক-বিষ-দূষিত বস্ত্ৰাদি পুষ্করিণী প্রভৃতি সাধারণের সমাগম স্থলে প্ৰক্ষালিত করিলে ৩২৭ ও ৩৩৩ ধারা অনুসারে ৫০২ পৰ্যন্ত জরিমানা দিতে হয়। বসন্ত বা কলেরা রোগীর ব্যবহৃত গাড়ী বা পান্ধী শোধিত না করিয়া,ইহাতে অন্য লোক বহন করিলে ৩২৯ ধারা অনুসারে শান্তি প্রাপ্ত হয়। সংক্রামক-রোগ-দূষিত কোন বস্তু ডিস্ ইনফেক্ট না করিয়া কোথাও প্রেরণ করিলে ৩৩০ ধারা অনুসারে শাস্তি হয়। ষে