পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

»R স্বাস্থ্যবিজ্ঞান | আমাশয় (Dysentery)-যে সমুদয় ময়লা উদরাময় উৎপাদন করে, তদ্বারা আমাশয় ও উৎপন্ন হয় । পার্কস বলেন। আমাশয় রোগীর মল মিশ্রিত জল আমাশয় উৎপাদন করে, এরূপ প্রমাণ পাওয়া গিয়াছে। গঙ্গাজল ও পুষ্করিণী:জল পানবশতঃ ইতিপূৰ্ব্বে কলিকাতায় উদরাময় ও আমাশয় রোগের অত্যন্ত প্ৰাদুৰ্ভাব ছিল । কলের জল প্রবর্তিত হইবার পর এই রোগদ্বয়জনিত মৃত্যু সংখ্যার হ্রাস হইয়াছে। · Ifá (Bronchial cata৮৮%)-দূষিত জল পান জনিত আমাশয়ের বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্ৰঙ্কিয়েল কেটারের প্রাবল্য কখনও কখনও পরিালক্ষিত হয় । কেহ কেহ অনুমান করেন দুষিত জল সংস্পর্শে মুত্র নালী প্রভৃতির প্রদাহ হইতে পারে ; কিন্তু এই কথা প্ৰমাণ সাপেক্ষ । (২) অস্থি রোগ। দুষিত জল পান বশতঃ গো অশ্ব প্রভৃতির অস্থিরোগ হয়। অধিক ক্যালসিয়ম কাৰ্ব্বনেট এবং সালফেট মিশ্ৰিত জলপান করিয়া অশ্বগণ একসোসটোসেস (exostoses) রোগাক্রান্ত হইতে দেখা গিয়াছে; এবং ঐ জলের ব্যবহার রহিত করিবামাত্র রোগ তিরোহিত হইয়াছে। (৩) পাথুৱী। রোগ। কেহ কেহ মনে করেন ক্যালসিয়ম কার্বনেট মিশ্ৰিত “কঠিন” জলপানে লিভার কিড়নী সংক্রান্ত ক্যালসিয়াম ফসফেট ও অকৃসেলেট প্রস্তর উৎপন্ন হয়। (8) fisioiso (GOITRE) অতি পুরাতন আয়ুৰ্বেদ শাস্ত্ৰে দূষিত জল গলগণ্ড (Bronchocelle), শ্ৰীপদ (Elephantiasis arabum) প্রভূতি রোগের কারণ বলিয়া উল্লিখিত হইয়াছে। জলের কোন দুষিত পদার্থ গলগণ্ড উৎপাদন করে এই বিষয় এখনও মীমাংসা হয় নাই। অযোধ্যার কুমাওন প্রদেশে এবং পঞ্জাবের বারি দো-আব প্রদেশে গলগণ্ড রোগ অতিশয় প্রবল। তথাকার জলে ক্যালসিয়াম ও ম্যাগনিসিয়াম সলটি অধিক পরিমাণে পাওয়া যায়। ধৰ্ম্মশালা প্রভৃতি