পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বাস্থ্যবিজ্ঞান । 2\ܠ এবং তৃণবৃক্ষাদিতে সমাবৃত হয়। বর্ষার জলে সেই বৃক্ষলতাদি পচিয়া যায়। এই দ্রবীভূত এবং অদ্রবীভূত ঔদ্ভিদ পদার্থপূর্ণ জল পান বশতঃ বর্ষারম্ভে জ্বরের অত্যন্ত প্ৰাদুৰ্ভাব হয়। বালীগঞ্জ অঞ্চলে একটা দ্বিতল গৃহে কতিপয় মুক্তিফৌজের সাহেব বাস করিতেন। ঐ বাটীর মধ্যে একটী পুষ্করিণী ছিল । সাহেবেরা পুনঃ পুনঃ জ্বরে আক্রান্ত হইয়া কারণ অনুসন্ধানের জন্য হেলথ আফিসে আবেদন করিয়াছিলেন। উক্ত পুষ্করিণীর জলে “লাভিরাণের জীবাণু” বা ম্যালেরিয়া বীজ পাওয়া গিয়াছিল। জল হইতে ম্যালেরিয়ার উৎপত্তি সম্বন্ধে প্রমাণ যে কেবল ভারতবর্ষেই পাওয়া যায় এমন নহে। “আৰ্গো” কাণ্ড এ বিষয়ের একটী প্ৰসিদ্ধ উদাহরণ । একদা আলজিয়াস (Algiers) হইতে ৮০০ সৈন্য লইয়া তিন খানি জাহাজ সমুদ্র যাত্রা করে । দুইখানি জাহাজের ৬৮০ জন সৈন্য নিবিস্ত্ৰে মাসে লিসে (Marseilles) পহুছিল । “আৰ্গো” নামক জাহাজের ১২০ জন সৈন্যের মধ্যে ৯ জন ব্যতীত সকলেই ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হইয়াছিল এবং ১৩ জনের মৃত্যু হইয়াছিল। উক্ত জাহাজের নাবিকেরা এবং অপর দুইটী জাহাজের সৈন্যেরা বিশুদ্ধ জল পান করিত ; তাহাদের একজনও জ্বরাক্রান্ত হয় নাই । “আৰ্গো”র সৈন্যেরা একটি জলার জল পান করিত। সেই জলে এক প্রকার বিস্বাদ ও দুৰ্গন্ধ ছিল। পার্কস বলেন উদরাময় এবং আমাশয়ের বীজের ন্যায় ম্যালেরিয়ার বীজ জলে আতি শীঘ্ৰ বৰ্দ্ধিত হইয়া সাংঘাতিক হয় । জলস্থ ম্যালেরিয়া বিষের জ্বরোৎপাদনা করিবার শক্তি অধিক ; অথবা ইহা যত শীঘ্র রক্ত মিশ্রিত হইয়া প্লীহায় পরিচালিত হয়, বায়ুর সঙ্গে ফুসফুসে গিয়া তত শীঘ্ৰ পরিচালিত হইতে °Cद्ध ब्ा । ফিঙ্ক, কলিন প্রভৃতি বিরুদ্ধ মতাবলম্বিগণ বলেন, অনেক স্থানে জল-জল নিত্য ব্যবহৃত হইয়া থাকে, তথাচ জ্বর উৎপাদন করে না । টাইফয়েড জ্বর। টাইফয়েড রোগীর মল দূষিত জল দ্বারা টাইফয়েড জ্বর ব্যাপ্ত হয়,এই কথা সুপ্রিসিদ্ধ জেনার, বড, সাইমন ও হার্শ স্বীকার করিয়াছেন। আর্নোল্ড,