পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জলের পরীক্ষা । 文> আছে, তথায় প্রায় প্রতিবৎসর ওলাউঠার প্রাদুর্ভাব হইয়া থাকে, কিন্তু যে সমুদয় পল্লীর পুষ্করিণী ভরাট হইয়াছে, তথায় ওলাউঠার অল্প আবির্ভাব হইলেও এপিডেমিক আকার ধারণ করিতে পারে না । কলিকাতায় জল-কাল প্রতিষ্ঠার পর হইতে ওলাউঠা হ্রাসের বিবরণ আলোচনা করিলে জলের ওলাউঠা বৰ্দ্ধন শক্তি সম্বন্ধে আর সন্দেহ থাকে। না। ১৮৬৯ সালের নবেম্বর মাসে জল-কলের প্রতিষ্ঠা হয়। এই ঘটনার পর কলেরার অকস্মাৎ হ্রাস হইয়াছে এবং পূর্বের ন্যায় কখনও বৃদ্ধি হয় নাই । নিম্নলিখিত তালিকা ইহার প্রমাণ ৪— জল-কাল প্রতিষ্ঠার পূর্বে জল কল প্ৰতিষ্ঠার পর সাল | প্রতি সহস্ৰে ওলালঠা মৃত্যু | সাল | প্রতি সহস্ৰে ওলাউঠা মৃত্যু SSG S S.ዓ Sba o “). С Sb7\9^2 36.9 Sb”ዓ S >。ゲ Slታ”9ፃ R Sb” ዓ S R@ Skፖxዩኃlቻ” ତ, ଏଥ bbo N9 JR. (: Sbo bፖ. Se Sbr') & ܐܫܹܐ, ܓ ভবানীপুর অঞ্চলেও জল-কাল প্রতিষ্ঠার পর ওলাউঠার হ্রাস হইয়াছে। ৩ । ময়লা নির্দেশ বা জল পরীক্ষা প্ৰণালী । পরীক্ষণীয় জল সাধারণতঃ অৰ্দ্ধ গ্যালন উইঞ্চেষ্টর কোয়ার্ট বোতলে সংগ্রহ করা হয়। সংগ্রহের পূর্বে এই জলে বোতল বারম্বার ধৌত করা উচিত। জল পরীক্ষা দুই প্রকার, কোয়ালিটেটিভ ( qualitative ) বা গুণনিৰ্দেশক এবং কোয়াণ্টিটেটিভ (quantitative) বা পরিমাণ নির্দেশক । কোয়ালিটেটিভ পরীক্ষা । এই পরীক্ষা চারি প্রকার, যথা ফিজিকেল (Physical) বা ভৌতিক, কেমিক্যাল (Chemical) বা রাসায়নিক, মাইক্রোঙ্কোপিক (Micros