পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফিলটেসন । SS দুষিত হয় না। গেরি মাটী দগ্ধ করিলে এই পদাৰ্থ উৎপন্ন হয়। ইহা চুম্বক মিশ্রিত সচ্ছিদ্র লৌহ মাত্র। এই গেরিমাট সমভাগ করাতের গুড়া সহযোগে দগ্ধ করিলে ম্যাগনেটিক্‌ কাবাইড প্রস্তুত হয়। ইহার চূর্ণ বালুকামিশ্রিত করিয়া ফিলটারে ব্যবহৃত হইয়া থাকে। ক্রীসের ফিলটারে (Crease's Filter) কাবে লাইট নামক এক প্রকার পদাৰ্থ ব্যবহৃত হইয়া থাকে। ইহার অর্গানিক পদাৰ্থ শোধন শক্তি নাকি অতিশয় প্রবল। পোলারাইট নামক, বালুক (Silica) য়্যালুমিনা এবং আয়রণ অক্সাইড মিশ্রিত পদাৰ্থ স্পঞ্জি লৌহের সমতুল্য। উৎকৃষ্ট ফিলটারের নিম্নলিখিত গুণ থাকা আবশ্যক। :- ১। ফিলটারের প্রত্যেক অংশ খুলিয়া পরিষ্কার করিবার এবং ফিলটারের উপাদানসমূহ পরিবৰ্ত্তিত করিবার ব্যবস্থা থাকা চাই। ২ । ফিলটারের উপাদান অধিক পরিমাণে থাকা চাই । ইহার অর্গানিক পদার্থশোধন এবং ব্যাকটিরিয়া প্রভৃতি আকর্ষণ করিবার শক্তি থাকা আবশ্যক। (২) ফিন্টারিং মেটিরিয়েলের অভ্যন্তর হইতে এমন কোন পদার্থ নিঃসৃত হওয়া উচিত নয় যাহাতে জীবাণু ও উদ্ভিদণুর বৃদ্ধি হয়। (৪) শোধন শক্তি স্থায়ী হওয়া আবশ্যক । (৫) ফিলটার এমন কোন দ্রব্যে প্রস্তুত হওয়া উচিত নয় যাহা পচিতে পারে অথবা কোন প্রকারে জল দূষিত করিতে পারে। (৬) ফিলটারিং মেটিরিয়েল ময়লায় বুজিয়া যাইবে না এবং ইহার ভিতর দিয়া জল আসিতে অধিক বিলম্ব হইবে না । স্পঞ্জি আয়রণ, ম্যাগনেটিক কাবাইট, এবং পোলারাইটে এই সমুদয় গুণই প্ৰায় বিদ্যমান। শীঘ্ৰ জল পরিষ্কার করিতে হইলে অস্থি-অঙ্গারের ফিলটার ব্যবহার করা উচিত। গৃহস্থগণ সচরাচর নিম্নলিখিত প্ৰণালীতে জল ফিলটার করিয়া থাকেন। কাষ্ঠ বা বংশনিৰ্ম্মিত ত্ৰিপদ ফ্রেমের উপর ৪টীি কলসী উপৰ্য্যুপরি রাখা হয়। উপরিস্থ তিনটী কলসীর নিম্নে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। সর্বোচ্চ বা প্রথম কলসীর অৰ্দ্ধভাগ পরিষ্কার শ্বেত বালুকা এবং অঙ্গার চুর্ণে পূরিত ; দ্বিতীয় কলসীর অৰ্দ্ধভাগে ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর ও সুলভ ফিলটার।