পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কূপ খনন । NOSO ট্যাপ করিবার প্রকাণ্ড টোকার ক্যানিউল বিশেষ। সুদীর্ঘ লৌহ ক্যানিউল ৰা টিউবের ব্যাস ২/৩ ইঞ্চি । ইহার নিম্নভাগে অনেক গুলি ছিদ্র থাকে এবং মুখে টোকারের অগ্রভাগ মাত্র ংলগ্ন। টিউবের অভ্যন্তর শূন্য। ট্যাপন করিয়া যদ্রুপ টোকার উঠাইয়া লইতে হয়, ইহাতে তদ্রুপ করিতে হয় না । টোকার-মুখ জলের স্তর ভেদ করিবামাত্র টিউবের ছিদ্ৰ দিয়া জল উৰ্দ্ধে উখিত হয়। এই কৃত্ৰিম প্রস্রবণের জল কখনও কখনও টিউব অতিক্ৰম করিয়া উঠে। জল তত উৰ্দ্ধে উত্থিত না হইলে, দমকল দ্বারা তুলিতে হয়। উদ্ধা স্রোতের বেগ অতিশয় প্রবল বলিয়া জলের সঙ্গে বালু প্রভৃতি উখিত হয়। CF9J tíca13 HC37 gšE SKIF 3 “fGTG3, GCB Gi” ( Nortons” tube-well ) প্রায় নীত হইয়া থাকে। কুপ জলের স্থায়িত্ব নিৰ্দ্ধারণ করা আবশ্যক। পার্বত্য প্রদেশে পৰ্ব্বতের নিম্নদেশে এবং চূৰ্ণ প্রস্তরময় ভূমিতে কুপ স্থায়ী হয় এবং বালুক প্রস্তর স্তরে খনিত গভীর কূপেও প্রায় সৰ্ব্বদাই জল থাকে। চাখড়ি স্তরে কুপ প্ৰায় স্থায়ী হয় না। বৈশাখ মাসে বিশুদ্ধ ভূমিতে কুপ খনন করিবে। নিকটে যেন কোন সমাধিভূমি, ডোবা, খান নর্দামা, বা ময়লাপূর্ণ স্থান না থাকে। কুপ অৰ্দ্ধমাইল পৰ্য্যন্ত ময়লা আকর্ষণ করিতে পারে, এই কথাটী স্মরণ রাখা কৰ্ত্তব্য। কুপ মুখের তিন ফুট উৰ্দ্ধ এবং কুপের নিম্নদেশ পৰ্য্যন্ত পাট থাকা আবশ্যক। ব্যাস অন্ততঃ ৩। হস্ত পরিমিত হওয়া উচিত। পাটের বাহিরের দিক ঢালু করিয়া বাধাইতে হইবে। কুপের তলায় চূণ, কঙ্কর এবং বালু ঢালিতে হয় এবং প্রতি বৎসর বর্ষার পূৰ্ব্বে তলা পরিষ্কার করিয়া বালু ও কঙ্কর পরিবর্তন করিতে হয়। দমকল দ্বারা জলোত্তোলন করা বিধেয়। জল তুলিবার জন্য একটী সাধারণের গ্যালভানাইজড লৌহ কিম্বা কাষ্ঠের বালতি রাখা যাইতে পারে ; কিন্তু কাহারও নিজের ঘটি ব্যবহার করা উচিত নয়। ওলাউঠা রোগীর ঘটি হইতে এইরূপে ওলাউঠার বীজ কুপজিলে প্রবেশ করিতে পারে। (৮) পরিক্ৰত জল-জাহাজে সামুদ্র জল পরিশ্রুত করিয়া ব্যবহার করা হয়। পরিশ্রুত জল বায়ুহীন ও স্বাদহীন । এইজন্য সচ্ছিদ্র পিপায়। ঢালিয়া বায়ু মিশ্রিত করা হয়। ভার্টিসিয়ান ওয়েল (Artesian well কুপ খনন ।