পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ND8 স্বাস্থ্যবিজ্ঞান । (খ ) এই দেশে সাধারণতঃ ইষ্টক নিৰ্ম্মিত চৌবাচ্চা, ও মৃত্তিকা-নিৰ্ম্মিত জালা, কলসী এবং কুজায় জল সঞ্চিত হয়। পানীয়জলাধার অনাবৃত রাখা অনুচিত । (গ) সাধারণতঃ ভিস্তির মসকে কিম্বা কলসীতে পুরিয়া জল আনীত হয়। কলিকাতার ন্যায় বৃহৎ নগর সমূহে দমকল ও ধাতুনল দ্বারা জল গৃহে গৃহে সঞ্চালিত হয়। কলিকাতার ১৬ মাইল উত্তরে পলত নামক গ্রামে দমকল দ্বারা গঙ্গা হইতে ৬টী ইষ্টক নিৰ্ম্মিত পুষ্করিণীতে জল উত্তোলিত হয়। তথায় ৩৬ ঘণ্টা স্থিতির (Subsidence) পর অদ্রবীভূত পদাৰ্থ অধঃপতিত হয়। তথা হইতে জল লৌহ নল দিয়া একটী ইষ্টক নিৰ্ম্মিত ফিলটার পুষ্করিণীতে আইসে। এই পুষ্করিণীর সর্বোপরি শ্বেত বালু, তাহার নিম্নে মগরার হরিদ্র্যাবর্ণ বালু, এবং তাহার নিম্নে কঙ্কর। এই স্থানে জ্বল শোধিত হইয়া লৌহনল দ্বারা বারাকপুর ও টালায় আনীত হয় এবং টালা হইতে ওয়েলিংটন স্কোয়ারে, হালিডে ষ্ট্রীটে ও ভবানীপুরে আবৃত পুষ্করিণীতে সঞ্চিত হইয়া থাকে। এই সমুদয় আবৃত পুষ্করিণী হইতে লৌহনল ও সীসানল দ্বারা গৃহে গৃহে জল সঞ্চালিত হয়। ডাক্তার আঙ্গাস স্মিথের বাৰ্ণিস্য যুক্ত লৌহনল কলিকাতায় ব্যবহৃত হয়। এই নলের জলে প্রথমতঃ আল কান্ত্রার গন্ধ পাওয়া যায়, কিন্তু কিছুকাল পরে তিরোহিত হয় । अ६3; } বিতরণ । কলিকাতার জলের কল «Oos----- চতুর্থ পরিচ্ছেদ । অজ্ঞাত স্থানে জালান্বেষণ । সমভূমির অপেক্ষাকৃত নিম্ন স্থানে নর্টণ টিউব-ওয়েল ( Norton’s tubewell ) দ্বারা মৃত্তিকা ভেদ করিয়া জল অন্বেষণ করিতে হইবে । পার্বত্য প্রদেশে পৰ্ব্বতের নিম্ন দেশে এবং দুইটা উপত্যকার সংযোগ স্থানে কুপ খনন করিবে। নর্টণ টিউব-ওয়েল দ্বারা মিনিটে ৭ গ্যালন জল সংগৃহীত হয়। gress -sgrey vir virgsry---Isi -- Ngr