পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বায়ুর কঠিন ময়লা । NSDA ৰাষ্প অতি শীঘ্র ও সহজে রক্তে প্ৰবেশ করিতে পারে। কঠিন কণা সমূহ বায়ুর সঙ্গে গিয়া মুখে কিম্বা নাসিকায় লগ্ন হয় অথবা ফুসফুসে প্রবেশ করে । ফুসফুসে গিয়া বিশ্লিষ্ট (decomposed) &3, fowl ( sist হইলে ) দ্রবীভূত হয়, অথবা যতক্ষণ না স্থানান্তরিত হয় ততক্ষণ (irritation) ইরিটেসন উৎপাদনা করিয়া থাকে ; কখনও বা কয়লা-খনকের ফুসফুসলগ্ন কাবান কণার ন্যায় এপিথিলিয়ম দ্বারা আবৃত হইয়া থাকে, কখনও বা এপিথিলিয়ম ভেদ করিয়া লিম্ফাটক দিয়া দেহে প্ৰবেশ করে। সুক্ষ্ম কণা মুখ কিম্বা নাসিকায় লগ্ন হইয়া অবশেষে এলিমেণ্টারী কেনালে প্ৰবেশ করে। বায়ুর ইম্পিওরিটী তিন প্রকার, (১) সস্পেণ্ডেড (suspended) < কঠিন (২) ভালোটাইল (volatile) বা বাষ্পীয় এবং (৩) স্পেসিয়াল (special) বা কাৰ্য্যবিশেষোৎপন্ন । ১ । কঠিন ইম্পিওরিটি । (১) গৃহের বহিস্থিত বায়ুর (External 4im) কঠিন ময়লা। ঃ- (ক) ধূলা ও ধাতুকণা-ধূলাবৃষ্টি বশতঃ উত্তর পশ্চিম অঞ্চল প্রভৃতির বায়ুতে ধূলা উডতীয়মান হয়। মৃত্তিকা শুষ্ক হইলে তথা হইতে ধূলা, মৃত্তিকা কণা, চা-খড়ি কণা প্রভৃতি নানাবিধ ধাতুকণা উত্থিত হইয়া বায়ুতে মিলিত হয় । (খ) জীবাণু ও উদ্ভিদণু এবং ইহাদের অণ্ড ও বীজ। (গ) পুষ্পাংশ ও পুষ্প রেণু। (ঘ) কীটাদি কিম্বা ইহাদের অংশ বিশেষ ; যথা পালক, পা, মাকড়সার জাল ইত্যাদি । (ঙ) শুষ্ক মল, শ্লেষ্মা, এপিথিলিয়ম্ প্ৰভৃতির কণা। (R) शृं(श्न আভ্যন্তরিক বায়ুর (Enclosed Space) কঠিন काशी 3 (ক) সুস্থ ব্যক্তির বাসগৃহের আবদ্ধ বায়ুতে এপিথিলিয়াম (epi