পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দহনজনিত ময়লা । లిసె সহস্র ঘন ফুট ৬ ঘন ফুট ও তদল্প কার্বন ডায়ক্সাইড থাকিলে কোন অনিষ্ট হয় না । জলীয় বাষ্প – চৰ্ম্ম ও ফুসফুস হইতে ২৪ ঘণ্টায় ২৫ হইতে ৪০ আউন্স জল নিৰ্গত হয়। এই জল বাষ্পীয় আকার ধারণ করিতে হইলে ২১১ ঘন ফুট বায়ুর প্রয়োজন । অগনিক ম্যাটার-এই পদাৰ্থ বাষ্পীয় আকারে মুখ ও ফুসফুস হইতে নিৰ্গত হয় এবং এপিথিলয়ম কণা ও তৈল বিন্দুরূপে চৰ্ম্ম ও মুখ হইতে নিঃস্থত হয়। ইহার পরিমাণ অনির্ণীত। এই পদাৰ্থ নাইট্রোজনময়, এবং অকৃসিজেন কৰ্ত্তক বিলম্বে শোধিত হয়। রুদ্ধ দ্বার জানালা সমুদয় খুলিয়া দিলেও ৪ ঘণ্টা পৰ্য্যন্ত ইহার দুৰ্গন্ধ অনুভব করা যায়। জলশোষক পদার্থ এই বিষ অধিক পরিমাণে শোষণ করে । সৰ্ব্বাপেক্ষা অধিক অর্গানিক-ম্যাটার-শোষক পশম, তৎপর পক্ষীর পালক, তৎপর সোতা দেয়াল, তৎপর সিক্ত কাগজ ; খড় ও চুলের এই শক্তি সৰ্ব্বাপেক্ষা অল্প। কৃষ্ণবর্ণ পদার্থ সৰ্ব্বাপেক্ষা অধিক অর্গানিক-ম্যাটার-শোষক, তৎপর নীল, তৎপর পীত, তৎপর শ্বেত। পার্কস । বলেন বিশুদ্ধ বায়ু প্রশ্বাস দুষিড হইলে এবং তাহার সহস্র ঘন ফুটে ৮ ঘন ফুট পরিমিত কার্বন ডায়ক্সাইড থাকিলে, অর্গানিক ম্যাটারের গন্ধ অনুভব করা যায় ; সহস্ৰে এক ভাগ কাবান ডায়ক্সাইড থাকিলে বায়ুস্থ অর্গানিক ম্যাটারের দুৰ্গন্ধ অতিশয় তীব্ৰ হয়। (২) দহন घृषिऊ বায়ুতে নিম্নলিখিত পদার্থ থাকে। :- (ক) কাবন-দগ্ধ কয়লার প্রায় শতকরা একভাগ কাবান ও আল কাত্ৰা কণারূপে উখিত হয়। (খ) কাবান ডায়কসাইড-যাত কয়লা দগ্ধ হয় তাহার প্রায় ৩ গুণ কাবান ডায়কসাইড উৎপন্ন হয়। লণ্ডননগরে প্রতিদিন ৩০,০০০ টনের অধিক কয়লা দগ্ধ হইয়া থাকে। (গ) কাবান মনক সাইড-কাষ্ঠ কয়লা প্রভৃতির অসম্পূর্ণ দহনে এই গ্যাস উৎপন্ন হয়। (ঘ) গন্ধক, সালফার ডায়কত্সাইড, এবং সালফিউরিক