পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 স্বাস্থ্যবিজ্ঞান । অকৃসিজেন আকর্ষণ-শক্তির হ্রাস হয়, সংজ্ঞা লুপ্ত হয়, স্নায়ুমণ্ডলীর রিফ্লেক্স ক্রিয়া স্থগিত হয়, রক্তের নাড়ীসমূহ শিথিল হয়, রক্তের গুরুত্বের হ্রাস হয়, রক্ত সঞ্চালন মন্দীভূত হয়, এবং অবশেষে হার্ট পেরেলাইজড (paralysed) হয়। কাবান মনক্সাইড আধিক্যের সঙ্গে সঙ্গে গৃহবায়ুর উত্তাপ বৃদ্ধি হইলে কনভল্যুশন (convulsion)হয়। সম্প্রতি কলিকাতায় কার্বন মনক্সাইড of}{Gific Ho{ằ} (Carbon Monoxide poisoning) 5ĩfặồ} <ữai >{&sĩ65 হইয়াছিল । ( ১ ) বাদুড় বাগান অঞ্চলে কোন বালিকা একটা একমাত্র দ্বার ও গবাক্ষ বিশিষ্ট একতলা ইষ্টক গৃহে সন্তান প্রসব করে। বালিকার মাতা প্রসবাগারের দ্বার ও গবাক্ষ রুদ্ধ করিয়া বৃদ্ধ প্রমাতামহীদের চিরপ্রচলিত প্রথানুসারে কাষ্ঠাদি প্ৰজ্বলিত করিয়াছিলেন । ইহার অল্পক্ষিণ পরেই আমার নিকট প্রস্থতির মাতার আসন্ন মৃত্যুর সংবাদ আসিল। র্তাহার মুখ নীলবৰ্ণ, চক্ষু পলকহীন এবং সংজ্ঞা সম্পূর্ণরূপে লুপ্ত হইয়াছিল। অবশেষে বাহিরের মুক্ত বায়ুতে আনীত হইবার পর তিনি ক্রমশঃ চেতনালাভ করিয়াছিলেন। (২) চোরবাগানে কোন ভদ্র পরিবারে একটা একতলা ইষ্টকর্তৃগৃহে একটা সন্তান প্রসূত হয়। প্রসবের তিন দিবস পর আমার নিকট সংবাদ আসিল প্ৰসুতি ও তঁহার শুশ্ৰষাকারিণী মৃতপ্রায় । শুশ্রুষাকারিণী দ্বার জানালা রুদ্ধ করিয়া একটা গামলায় অঙ্গারের অগ্নি প্ৰজ্বলিত করিয়া শিশুর নাভিদেশে তাপ দিতে দিতে হতচেতন হইয়া পড়িয়াছিলেন। প্ৰসুতির গো গো শব্দে পার্শ্ববৰ্ত্তী গৃহের লোকেরা আসিয়া কপাট ভগ্ন করিয়া উভয়ের ভয়ানক অবস্থা দেখিতে পাইল। আমি গিয়া দেখিলাম উভয়ের সংজ্ঞা সম্পূর্ণ লুপ্ত, হার্টের গতি মন্দীভূত, চক্ষু পলকহীন, নাড়ী ক্ষীণ, অঙ্গ হিম কিন্তু মস্তক অতিশয় উষ্ণ ; এবং ঘন ঘন কনভলশন হইতেছে। রোগীদের সম্পূর্ণরূপে চৈতন্য সম্পাদনা করিতে ৩ ঘণ্টার অধিক সময় লাগিয়াছিল। (৩) শিবনারায়ণ দাসের গলিতে এইরূপে বিপদগ্ৰস্ত একজন প্ৰসুতি অনেক কষ্টে মৃত্যুর হস্ত হইতে অব্যাহতি লাভ করিয়াছিল । (৪) একদা শীতকালে বীডন ষ্ট্রটের একটা গৃহে কতিপয় লোক দ্বার জানালী রুদ্ধ করিয়া কয়লা প্ৰজ্বলিত করিয়া নিদ্রিত হইয়াছিল। প্ৰভাতে প্রতিবাসিগণ তাহদের গাত্ৰোত্থানের বিলম্ব রুদ্ধ গৃহে অগ্নি প্ৰজ্বালনের ফল ।