পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰত্যেকের আবশ্যকীয় স্থান । ( ) ব্যক্তির জন্য ১০ ০০ ঘন ফুট আয়তনের স্থান বা কিউবিক স্পেস(Cubic space) নিৰ্দিষ্ট হইয়াছে। আমাদের দেশে ঘণ্টায় ৪/৫ বার বায়ু পরিবর্তিত হইলেও ক্ষতি নাই। কলিকাতার বাসগৃহ আইন অনুসারে প্রত্যেক ব্যক্তির ৮০০ ঘন ফুট কিউবিক্‌ স্পেস এবং ৮০ বৰ্গ ফুট মেজে বা ফ্লোর স্পেস্ (floor space) চাই । সৈন্য আবাসে প্রত্যেকের জন্য ১৮০০ ঘন ফুট কিউবিক স্পেস ও ৯০ বৰ্গ ফুট ফ্লোর স্পেস, হাসপাতালে প্রত্যেকের জন্য ১৫০০ (২০০০ ঘন ফুট কিউবিক স্পেস ও ১০ ০৷৷১২০ বৰ্গ ফুট ফ্লোর স্পেস নির্দেশ করা উচিত। পার্কস বলেন, জন্তুর দেহ ভারের পাউণ্ড প্রতি ২ ঘন ফুট স্থানের ব্যবস্থা করা উচিত । এই হিসাবে ৬০০ পাউণ্ড ওজনের গরুর ১২০০ ঘন ফুট স্থানের প্রয়োজন। কলিকাতার আইন অনুসারে প্রত্যেক গো অশ্বের জন্য ৮০০ ঘন ফুট কিউবিক স্পেস ও ৮০ ঘন ফুট ফ্লোর স্পেস নির্দিষ্ট । (২) সঞ্চালিত বায়ু বিশুদ্ধ না হইলে বায়ু সঞ্চালনে উপকার না হইয়া অপকার হয়। অতএব যে স্থান হইতে বায়ু গৃহে প্রবাহিত হয়, তাহ অতি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আবশ্যক । (৩) অতি উষ্ণ কিম্বা শীতল বায়ু গৃহে প্রবাহিত হইয়া ক্লেশ ও রোগ উৎপাদন করে। জানালার সম্মুখে খসখসীর টাটা জলে সিক্ত করিয়া রাখিলে বাহিরের উত্তপ্ত বায়ু শীতল হইয়া গৃহে প্রবেশ করে। শীতপ্রধান দেশে বায়ু প্রবেশ-পথে উষ্ণ জলের নীল অথবা অগ্নি রাখিয়া বায়ু উত্তপ্ত করা হয়। (৪) বাহিরের বিশুদ্ধ বায়ু গৃহের সর্বত্র সমভাবে সঞ্চালিত হওয়া আবশুক । যাহাতে প্রশ্বাসদুষিত বায়ু পুনঃ পুনঃ সেবিত না হইয়া বহিৰ্গত হইয়া যায়, এবং তাছার স্থান বিশুদ্ধ বায়ু দ্বারা অধিকৃত হয়, এরূপ ব্যবস্থার প্রয়োজন । উপরোক্ত বিষয় চতুষ্টয়ের প্রতি দৃষ্টি রাখিয়া বায়ু সঞ্চালনের ব্যবস্থা করিতে হইলে বায়ু সঞ্চালনের প্রাকৃতিক নিয়ম অধ্যয়ন করিতে হয়। তিনটী প্রাকৃতিক নিয়মে বায়ু সঞ্চালিত হইয়া থাকে ; (১) ডিফিউশন (Diffusion) বা বিকারণ, (২) বাত্যা প্রবাহ (winds) এবং (৩) বায়ুর তাপের ও গুরুত্বের তারতম্য। (১) ডিফিউশন-শক্তিবশতঃ গৃহের লঘু বায়ু দেয়ালের সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র দিয়া গিয়া বহিবায়ুতে মিশ্রিত হয়। এই নিয়মে বায়ু শোধন অতি অল্পই।