পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

G3 স্বাস্থ্যবিজ্ঞান । হইয়া থাকে ; অর্গানিক ম্যাটার কিছুমাত্ৰ শোধিত হয় না। (২) বা ত্যা প্রবলবেগে মুক্তদ্বারগবাক্ষ-বিশিষ্ট গৃহে প্রবাহিত হইলে গৃহবায়ু তাড়িত হয় এবং বায়ুস্রোতের দুইধার শূন্য হয় (Vacuum) ; এই শূন্য স্থান পূর্ণ করিবার জন্য নিকটস্থ বায়ু সঞ্চালিত হয়। এইরূপে গৃহবায়ু অতি শীঘ্ৰ পরিবৰ্ত্তিত হয়। ঘণ্টায় ২ মাইল (২ × ৫২৮০ ফুট) গতি বিশিষ্ট বায়ু যদি ২০ ফুট প্রশস্ত একটা গৃহে প্রবাহিত হয়, তাহা হইলে ঐ গৃহবায়ু ঘণ্টায় 3 x 6&ty o ξε ο = ৫২৮ বার পরিবৰ্ত্তিত হয়। (৩) গৃহস্থ বায়ু প্রশ্বাস্যাদি ক্রিয়া বশতঃ উষ্ণ ও লঘু হইয়া উপরিস্থিত ছিদ্ৰ দিয়া বহির্গত হয়। এই বায়ুর স্থান অধিকার করিবার জন্য বাহিরের শীতল বায়ু নিম্নস্থিত ছিদ্র দিয়া গৃহে প্ৰবেশ করে। এই সমুদয় প্রাকৃতিক নিয়ম অনুসারে গৃহে বায়ু সঞ্চালিত করিতে হইলে, প্রথমতঃ, ডিফিউশনের জন্য গৃহ বায়ুর সহিত বহিবায়ু মিশ্রিত হইবার পথ রাখা উচিত। দ্বিতীয়তঃ, বায়ু প্রবাহের জন্য পরস্পর সম্মুখীন জানালী রাখা কৰ্ত্তব্য। গ্রীষ্মপ্ৰধান দেশে সর্দির ভয় নাই; সুতরাং তথায় দেয়াল সচ্ছিদ্র হইলে ক্ষতি নাই। পার্কস বলেন, বঁাশের বেড়া অতিশয় স্বাস্থ্যকর। বেড়ার ভিতর দিয়া বহিবায়ু গৃহে প্রবেশ করিতে পারে, অথচ ইহার স্রোতের আঘাত শরীরে লাগে না । ভারতবর্ষের শীতপ্রধান স্থানেও দেয়ালের উপরিভাগ এইরূপে সচ্ছিদ্র রাখা যাইতে পারে। এই সচ্ছিদ্র স্থান শীতকালে আবৃত করিবার ব্যবস্থা করিয়া রাখিলেই চলে। তৃতীয়তঃ, উত্তপ্ত লঘু বায়ুর উৰ্দ্ধপথে নিৰ্গমন এবং বাহিরের শীতল গুরু বায়ুর নিম্নদিকে আগমনের জন্য দেয়ালের উদ্ধে ও নিম্নে ফোকর রাখা আবশ্যক । বিশেষতঃ বর্ষাকালে কিম্বা শীতাধিক্যে দ্বার জানালা রুদ্ধ করিতে হয়, এই কারণেও ফোকরের প্রয়োজন। কড়িকাঠের কিঞ্চিৎ নিম্নে নিৰ্গমন ফোকর (outlet) এবং মেজের কিঞ্চিৎ উপরে আগমন-ফোকর (inlet) রাখিতে হইবে। নিৰ্গমনফোকর এক বৰ্গ ফুট এবং আগমন-ফোকার ৪৮ বৰ্গ ইঞ্চির অধিক বড় श्8श्रां डे5िऊ नcश् । কেবল প্রাকৃতিক নিয়মে সৰ্ব্বত্র বায়ু সঞ্চালিত হইতে পারে না। গ্রীষ্ম প্রধান