পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃত্ৰিম উপায়ে বায়ু সঞ্চালন । ( S) দেশের উষ্ণ ও অচল বায়ু এবং বহু লোক সমাকীর্ণ গৃহের আবদ্ধ বায়ু সময় বিশেষে কৃত্রিম উপায়ে সঞ্চালিত করিতে হয়। কৃত্রিম বায়ু সঞ্চালন দুই প্রণালীতে হইয়া থাকে ; (১) একস্ট্রাকশন (Extraction)বা আকর্ষণ প্ৰণালী এবং প্রপালশন(Propulsion)বা তাড়ন প্ৰণালী।। (১) একৃষ্ট্রাকৃশন প্ৰণালী অনুসারে গৃহে অগ্নি প্ৰজ্বলিত হইলে উত্তপ্ত বায়ু চিমনি দিয়া নিৰ্গত হয়, এবং তাহার স্থান অধিকার করিবার জন্য বাহিরের বায়ু গৃহের অন্য ছিদ্ৰ দিয়া ভিতরে আকৃষ্ট হয়। (২) প্রপালশন প্রণালী অনুসারে বাহিরের বায়ু যন্ত্রবিশেষ দ্বারা তাড়িত হইয়া ভিতরে প্রবেশ করে। থার্মাণ্টিডোটা নামক যন্ত্র দ্বারা এই প্রণালীতে কোন কোন আফিসে বায়ু সঞ্চালিত হইয়া থাকে। মুক্তদ্বারগবাক্ষ-বিশিষ্ট গৃহে টানা পাখা সঞ্চালিত হইলে গৃহবায়ুর কিয়দংশ বহিস্কৃত হয়, এবং বহিষ্কৃত বায়ুর স্থান অধিকার করিবার জন্য চতুর্দিক হইতে বায়ু আসে। ইহা দ্বারা বায়ু সঞ্চালন অতি অল্পই হইয়া থাকে ; শরীরের নিকট হইতে যে বায়ু তাড়িত হয়, তাহার পরিবর্তে গৃহের বায়ুই আসিয়া থাকে। তবে ইহার অন্য প্রকার উপকারিতা আছে। ইহা দ্বারা শরীরের নিকট হইতে প্ৰশ্বাস-তপ্ত বায়ু তাড়িত হয় এবং বায়ু-প্রবাহবশতঃ শরীর হইতে জলীয় বাষ্প উখিত হয় এবং বাস্পোদগমের (Evaporation) সঙ্গে সঙ্গে শরীর শীতল হয় । কৃত্রিম বায়ু সঞ্চালন । একষ্ট্রাকৃশন । 이 ఇE= চতুর্থ পরিচ্ছেদ । বায়ু শোধন । বায়ুর দূষিত পদার্থ তরল হইয়া বিশুদ্ধ বায়ুতে, ডিফিউশন শক্তির সাহায্যে মিশ্রিত হইতেছে, কখনও অপৰ্যাপ্ত বিশুদ্ধ বায়ুর সঙ্গে মিশ্রিত হইয়া ডাইলুট বা তেজ-রহিত হইতেছে, কখনও বা প্ৰবল বাত্যাপ্রবাহে