পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ । বায়ু পরীক্ষণ । ১ । বায়ু সঞ্চালন পরীক্ষা । প্রথমতঃ গৃহের কিউবিক স্পেস ও ফ্লোর স্পেস লোক সংখ্যা দ্বারা ভাগ করিয়া লোক প্রতি কত স্পেস পড়ে তাহ দেখিতে হইবে। পুঙ্খানুপুঙ্খরূপ গণনা করিতে হইলে বিছানা ও শরীর যে পরিমাণ স্থান অধিকার করে তাহা বাদ দেওয়া উচিত। বিছানা প্রভৃতির জন্য গড়ে ১০ ঘন ফুট ও শরীরের জন্য ২ষ্ট হইতে ৪ ঘন ফুট বাদ দিতে হয়। শরীর যত ষ্টোন ভারি, তাহাকে ৪ দিয়া ভাগ করিলে যাহা হয়, শরীরের আয়তন তত ঘন ফুট । বায়ুর পরিমাণ নিৰ্দ্ধারণের পর, বায়ু সঞ্চালনের কিরূপ ব্যবস্থা আছে তাহা । দেখিতে হইবে। দ্বার জানালাদি কত দূরে দূরে আছে এবং কোন দিকে খুলে ; ফোকর ইত্যাদি কত বড়, এবং গৃহের ধুয়া কোন দিকে নিৰ্গত হয়, অর্থাৎ বায়ু কোন দিকে প্রবাহিত হয়, ইত্যাদি সমুদয় বিষয় নির্ণয় করিতে হইবে । - ২। বায়ুর বিশুদ্ধতা পরীক্ষা। (১) ঐন্দ্ৰিয়িক, (২) রাসায়নিক, (৩) আণুবীক্ষণিক এবং (৪) বৈজিক, এই চারি প্রকারে বায়ুর বিশুদ্ধতার পরীক্ষা হয়। (১) ঐতিন্দ্ৰয়িক বা চক্ষু নাসিকা ত্বক প্রভৃতির দ্বারা পরীক্ষা অতি সহজ । কোন ছিদ্ৰ দিয়া গৃহে সুৰ্য্যের আলো প্রবেশ করিলে বায়ুর উডতীয়মান কঠিন পদার্থ দেখিতে পাওয়া যায়। বাহিরের বিশুদ্ধ বায়ু সেবন করিয়া গৃহাভ্যন্তরে প্রবেশ করিলে যদি গৃহ বায়ুতে দুৰ্গন্ধ ও অতিশয় উষ্ণতা বোধ হয়, তাহা হইলে বায়ু দূষিত মনে করিতে হইবে। গৃহ প্রবেশের কিয়ৎক্ষণ পরই গন্ধানুভব