পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বাস্থ্যবিজ্ঞান । المرج) শক্তির হ্রাস হয় ; অলিফ্যাকটরী নাৰ্ভ সমূহের ক্রমিক প্যারালিসিসই ইহার কারণ । (২) রাসায়নিক পরীক্ষা দ্বারা কার্বন ডায়ক সাইড, য়্যামোনিয়া, অর্গানিক ম্যাটার, নাইট্ৰাইট ও নাইট্রেট, জলীয় বাষ্প, হাইড্রোজেন সালফাইড প্রভৃতি দুৰ্গন্ধী বাষ্প এবং ওবোনের নুনাধিক্য নির্ণয় করিতে হয়। (ক) কাবান ডায়কসাইড-যে গৃহের বায়ু পরীক্ষা করিতে হইবে, তন্মধ্যে একটী এক গ্যালন পরিমিত ট্যাপ বিশিষ্ট ( জল পাইপের মুখের কল ) কাচের বোতল জলে পূর্ণ করিয়া, ট্যাপক খুলিয়া দিয়া, ক্রমশঃ সমুদয় জল নিৰ্গত করিতে হইবে এবং বোতলের মুখ এক খণ্ড রবারের দ্বারা আবৃত করিতে হইবে। তৎপর রবারের আবরণ তাড়াতাড়ি খুলিয়া তাহাতে ৬০ কিউবিক সেণ্টিমিটার চুণের জল ঢালিয়া আবার বোতলের মুখ রবারে আবৃত করিতে হুইবে । তৎপর পাত্ৰটী কিছুক্ষণ ভালরূপ নাড়িয়া ৭৷৮ ঘণ্টা রাখিয়া দিতে হয়। বায়ুস্থিত কাবান ডায়ক্সাইড চুণের জলে মিশ্রিত হইয়া জল ঘোলা করিবে এবং জলের ক্ষারত্ব হ্রাস করিবে । যে পরিমাণে কাবান ডায়ক্সাইড শোষিত হয় সেই পরিমাণে চুণের ক্ষারত্ব হ্রাস হয় । সুতরাং এই ক্ষারত্ব হ্রাসের পরিমাণ দ্বারা কাৰ্বন ডায়ক সাইডের পরিমাণ নিৰ্দ্ধারণ করা যায়। অক্সালিক ফ্ল্যাসিড় সলিউশন দ্বারা এই ক্ষীরত্ব নাশের পরিমাণ নিৰ্দ্ধারিত হয় ৷ চূণের ক্ষীরত্ব নাশক অকসালিক্ য়্যাসিড সলিউশনের ১ কিউবিক সেণ্টিমিটার.৫ কিউবিক সেণ্টিমিটার কার্বন ডায়ক সাইডের সমান। দৃষ্টান্ত ৪-৩০ কিউবিক সেণ্টিমিটার চূণের জলে ২৭ কিউবিক সেণ্টিমিটার অক্সালিক য়্যাসিড সলিউশন মিশ্রিত করিয়া লিটমাস কাগজ ডুবাইয়া দেখা গেল৷ চূণের ক্ষারত্ব সম্পূর্ণরূপ বিনষ্ট হইয়াছে। বায়ু মিশ্রিত চূণের জলের ৩০ কিউবিক সেণ্টিমিটারে ২৩ কিউবিক সেণ্টিমিটার অক্‌সালিক য়্যাসিড সলিউশন মিশ্ৰিত করিয়া ক্ষারত্ব সম্পূর্ণরূপে বিনষ্ট করা হইল। অর্থাৎ বায়ু মিশ্রিত বা কার্বন ডায়ক সাইড মিশ্রিত চুণের জলের ক্ষরিত্ব, ২৭ – ২৩= ৪ কিউবিক সেণ্টিমিটার, অথবা ৪ কিউবিক সেণ্টিমিটার