পাতা:স্মরণ - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

১৩০৯ সালের ৭ই অগ্রহায়ণ তারিখে রবীন্দ্রনাথের সহধর্মিণী মৃণালিনী দেবী পরলোকগমন করেন। তাঁহার স্মৃতির উদ্দেশে রবীন্দ্রনাথ যে কবিতাগুলি রচনা করেন সেগুলি মোহিতচন্দ্র সেন -সম্পাদিত রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের ষষ্ঠ ভাগে (১৩১০) সংকলিত হয়— অধিকাংশ ‘স্মরণ’-পর্যায়ে, কেবল বর্তমান স্মরণ গ্রন্থের প্রথম তিনটি কবিতা ‘মরণ’-পর্যায়ে। পরে এই কবিতাগুলি একত্র করিয়া স্বতন্ত্র আকারে স্মরণ গ্রন্থ প্রকাশিত হয়।

 শ্রীসমীরচন্দ্র মজুমদার -কর্তৃক বিশ্বভারতী রবীন্দ্রসদনে উপহৃত রবীন্দ্র-পাণ্ডুলিপি হইতে স্মরণের বর্তমান সংস্করণে কতকগুলি কবিতা-রচনার কাল ও স্থান নির্দিষ্ট হইয়াছে। যে স্থলে তারিখের সহিত সাল উল্লিখিত নাই সে ক্ষেত্রে ১৩০৯ বুঝিতে হইবে।

 এই কাব্যের অধিকাংশ কবিতাই ১৩০৯ সালের বঙ্গদর্শনে প্রকাশিত হইয়াছিল। বঙ্গদর্শনে ব্যবহৃত নাম -সহ প্রকাশ-সূচী নিম্নে মুদ্রিত হইল—

সংখ্যা  নাম  বঙ্গদর্শন-সংখ্যা পৃষ্ঠা
প্রতীক্ষা অগ্রহায়ণ ১৩০৯ ৪৪০
8 শেষ কথা অগ্রহায়ণ ১৩০৯ ৪৪৯
প্রার্থনা অগ্রহণয়ণ ১৩০৯ ৪৫৪
আহ্বান অগ্রহায়ণ ১৩০৯ ৪৫৫
পরিচয় অগ্রহায়ণ ১৩০৯ ৪৫৫
মিলন অগ্রহায়ণ ১৩০৯ ৪৫৬
লক্ষ্মী-সরস্বতী মাঘ ১৩০৯ ৫৬৫