পাতা:হংসবিলাস পাঁচালি.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 হSস বিলাস পাচালি। মান ভঞ্জন নামক পাচালি গ্রন্থঃ আরম্ভ । হীরাধার মান ভঞ্জন হেতু শ্ৰীকৃষ্ণ যোগী বেশ ধারণ করি ঐরাধার নিকুঞ্জ দেশে আগমন করিতেছেন । - সে কেমন তাহ৷ শ্রবণ করুণ। ছড়া হয়ে রাধার মানে মানাশ্ৰিত, শ্ৰীকৃষ্ণ হন ভেকাশ্রিত; যোগাশ্রিত যোগী বেশ ধারন ৷ কটি দেশে কেীপীন অট; কপালেতে দীর্ঘ ফোটা, অঙ্গের ছট। ভক্ষে আচ্ছাদন ॥ বৈষ্ণবের চূড়ামণি, হইলেন চিন্তামণি, লুকাইয়া বনশা ধূনি শিঙ্গের ধূনিতে হইলেন শিক্ষে । রাধার মানে বিভল, মুথে বলে ববম ভোলা, ভিক্ষের বোলাতুলে দিলেন কক্ষে 11 ভিক্ষের বোলা করি কক্ষে, নিতে রাধার মান ভিক্ষে, রাধার কুঞ্জে উপনীত হৈল । কুঞ্জের দ্বারে চিন্তমণি, করিলেন শিঙ্গের ঘূমি, শুনিয়ে বৃন্দে ধনী বাহিরে আইল । হেরি বৃদে যোগী ৰূপ; বলে একি অপৰূপ, যোগীকও স্বৰূপ, যোগের চরিত্র। কোন রাগে রাগাশ্রিত, হয়েছ হে ভেকাত্রিত; যথার্থ কোন কুল করেছ পবিত্র তাথি দুলু ঢলু আছেনেসা, তিলকে শোভিত নাসা, মুখে অন্ধ অদ্ধ ভাষা; অঙ্গে মাথা ভয় ভূষা করে ধর তুম্ব আশা; কটি দেশে চক্ষ বাসা, শিরে ধরাজটা কেশী, যোগীর বেশে কুঞ্জে আশা কোন স্থলে করেছ বাসা; কোন আশয়ে করে আশা, রাধার কুঞ্জে হয়েছে