পাতা:হংসবিলাস পাঁচালি.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হ১ম বিলাস পাচালি। * কৃপণতা হয়ে বৃন্দে করণ আমায় নৈরাশ। । রাধার নিকুঞ্জে আসি, রাধ তীর্থের অভিলাষী, তুমি বৃন্দে রাধার দাসী; সন্ন্যাসীর পূরাও আশ । ছড়া । মরি মরি শুনে মরি, কি বলিলে জট। ধারী, ব্রহ্মচারী শুনে সন্ধ হয়।তুমি হলে দেব শম্মী, তবু পিতা গোপ কমা, ঘোষের বুলে দ্বিজের পরিচয় । এমন আছে কোন কুলে কুল কষ্মা, ঘোষের পুত্র দেব শৰ্ম্ম,ধৰ্ম্মাধৰ্ম্ম বুঝিলাম তোমার । হয়ে ভূমি ঘোষ পুত্র, গলে ধর যজ্ঞ সুত্র, ভূত্য হয়ে দ্বিজের ব্যবহার n বোধ নাই তব জ্ঞান কাণ্ড, সকলি হইল পণ্ড ভণ্ড হয়ে দণ্ডকুমণ্ডল বুলি কক্ষেয় । মিছে তোমার তুম্ব ভাড়, বুঝিমেরেছে কোন দম্ব রাড়, ভাড় লয়ে ভাঙ্গড় হয়ে, এসেছ রাধার কুঞ্জে ভিক্ষেয় যে হেতু সন্ন্যাস ধৰ্ম্ম, বুঝেছি তোমার মৰ্ম্ম, কন্ম দোষে হইল প্রকাশ। হয়ে কোন ধনীর প্রেমাগ্রত হয়েছ হেভেকাশ্রিত, চেটাৰ্থ বৈরাগী হয়ে এসেছ কৰ্ত্তেরাধী তীর্থেবাস ॥রাগেরাই আছেন পড়ে, শুনি লে পর উঠিবে ঝেড়ে, বুলি বোলা সব নিবে কেড়ে, দুম্ব দাড়ি ফেলিবে ছিড়ে, পলাতে হবে তুম্ব নেড়ে, করেধরে কুঞ্জের বাহির কোরে দিবে যোগী বোলে মূনিবে না । আপনি রাথি আপনার মান, স্বস্থানে কর প্রস্থান, কেন হবে অপমান,মানীর গেলে মান ফিরে মান আরত পাওয়া যায় ন৷ ঈশ্বর যুড়ি কর দুটি বলে দেখি বড় অট আটি, রাধ তীর্থের মূল