পাতা:হংসবিলাস পাঁচালি.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্থsস বিলাস পাচালি । *} বেশে করে ছল, এসেছ ভুলাতে নারীর মন i ঈশ্বর চন্দ্র বলে কৃষ্ণ, রাধা তাথের এত কষ্ট, কৃষ্ণ সদৃষ্টতে দেখিলে । বৃন্দেকে মিষ্ট ভযে, যদি কৃষ্ণ তুসে তেসে পশিতে পার, তীৰ্থ মণ্ডলে । o বৃন্দের প্রতি শ্ৰীকৃষ্ণের বিনয় । সে কেমন তাহ৷ শ্রবণ করুণ । , গীত রাগিণী বি ভ{স । তাল একতাল।। এলৈ যোগীর বেশে রাধার কুঞ্জে বনমালি । বল কৃষ্ণ এখন কোথায় তোমার চন্দ্রাবলী । যে গা বেশে ভিক্ষের ছলে,ভিক্ষা দেহি রাধ। বলে ডকিছু কুঞ্জ মণ্ডলে, চন্দ্র। পেয়ে চন্দ্র করে, বঞ্চিলে তাহার ঘরে, এখন মানভিক্ষীর তরে কর কৃতাঞ্জলি ৷ ছড়া । বারে বারে করন নিন্দে, যা হবার ত৷ হয়েছেনৃন্দে বিনয় করি তোমার নিকটে শুন বৃন্দে সহচরী, শ্ৰীমতীর কিঙ্করী,কটি ঘায়ে দিওনানুনের ছিটে। যাও বৃন্দে রাধার কাছে, যোগীর পক্ষেকে আর আছে, শুন বৃন্দে বলি তব ঠাই । বৃন্দেদূতী নাম ধর, সকলি করিতে পার; অসাধ্য সাধ্য তোমা র কিছু নাই। যখন নিশিতে নিকুঞ্জবনে, কুঞ্জ বেহার রাধার সনে, করিতাম বনে অতি সৰ্ণগোপনে, আছে মনে ছুলিন বৃন্দেদূতী ; শুনিয়ে ব"শীরধৃনি, সঙ্গে লয়ে কমলিনী, গভীর নিশি; বনে পশি, যেতে সঙ্গে লইয়ে শ্ৰীমতী ৷ একে কুল কামিনী, তারে ঘোর যামিনী, সঙ্গে লয়ে সঙ্গিণী যেতে ধনী নিকুঞ্জ