পাতা:হংসবিলাস পাঁচালি.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ye হ'ম বিলাসপাচলি । তোমায়, পুরুষের এ ধৰ্ম্মতে নয়, একেমন কঠিন হৃদয়; সময় বহিয়াগেন পূরাও মনের বামন ॥ ছড়া । ছিছি ভেকিনা তোরে, কি কথা বলিলি মোরে, ভূতে বুঝি ধরেছে তোরে, চন্দ্র করে ধরিতে চাও হইয়। বাউন। আমি ভ্রমর মধুকর; তোয় আময় অনেক অন্তর, সে কেমন অন্তর বলি তবে শুন । যেমন রাম আর রাবণ, বলি আর বাঙলঃ কৃষ্ণ আর কণস বক আর হুণস, চন্দ্র আর তারা,ভষ্মলার গার, হুনু আর ভানু, শিঙ্গে আর বেণু, গুড় আর মধু ঢ়োর আর সাধু, চম্পক আর কিংশুখ, পুড়সুর আর চতুৰ্ম্ম থ পণ্ডিত তার চাস, রূপ আর কাসা; গোট আর ঘূমসি, দারগ। আর মুমি,মেজষ্টর আর সার ক: বৃন্দাবন আর বাশবন, জোল। আর কাজে দাড়ি ঘর মাজি, দেলগিরি আর মশাল, মেীর আর বিড়াল, গাধা আর ঘোড়া, যুর আর বুড়, পাচন আর জাড়ি বাল আর দাড়ি, দধি আর ঘোল; বানা অ:র হোল; গুরু আর শিষ্যে সতী আর বেশ্যে; l . . তোয় আমায় এত আন্তর, আমি কি না^\ হব তোর নেশ থোর নইজে তোর কথায় যব ভুলে । छुड़े নিচ জেতে ব্যা^, কোন লাজে তোর ধরিব ঠ্যা", মারাবি মাশ কোমরে দুঠশ৭ তুলে ॥ তুই বেটি ভেকিনী, কিবা ৰূপের ধচনি পক্ষ বনে পড়ে থাকিস । মরি ৰেটির ৰূপ দেথ নাক যেন ঠিক যোড় সকো, বেটি ছেপরা পোঙ্গায় দফর দিতে