পাতা:হংসবিলাস পাঁচালি.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূ-ল মিলল পাণ্ডালি । s কোন লাজেতে বলিস ৷ এইৰূপে ব্যা"কে ব্যাঙ্গ করি ভ্রমর গুণাকর ৷ ভো ভো গুঞ্জরে ভ্রমর কমল উপর ॥ গীত রাগিণী থাম্বাজ । তাল থেমটা ধিক২ ভেকিনী অধিক কি কব আর তোম। রে । কমল বনে পেতে ফাদ ধতে চাও মধু করে। হয়ে বেটি নিজে ব্যা৯ ভ্রমরে করিতে না" বাঞ্ছা কর অন্তরে । বাঙন হয়ে গগন চাদকে ধৰ্ত্তেচাও কেমন করে । ভ্রমরের প্রতি ভেকিনা প্রত্যুত্তর । সে কেমন তাচু। শ্রবণ করুণ । ছড়া । শুনরে বেটা ভ্রমর করিস তুই গুমর, পুরুষের গুমর নারীর কাছে থাকেন । তুই ভ্রমর জেতে পোকা; জানিস নাকে লেথ যোথা, ওরে বোকা শাস্ত্র কভু কর্ণেতে শুনিসন। -সে কেমন তাহ শুন । خانه এমি নারীর প্রতি, গুমর করে রঘুপতি, সুপপথায় না দিয়ে রতি, যে দুৰ্গতি পেলেন রামচন্দ্র। যোগী ৰূপ করি ধারণ আসি পঞ্চ বটির বন, সীতে হরণ করিলু দশস্কন্ধ । সূপণথার কোপে পড়ে; রামের লক্ষ্মী গেল ছেড়ে, লক্ষ্মীছাড়া হুলেন রাম চন্দ্র। যদি রাম রঘুপতি, সূৰ্পণখায় দিতেন রতি, রাবণের হতেন ভগ্নীপতি, সীতে লিতন লঙ্কাপতি মধুপতির হতনাকে মন্দ ॥মূৰ্পণখার কেটেনাশক በ � 11