পাতা:হংসবিলাস পাঁচালি.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছ৭ঙ্গ বিলাষ পাচলিী 史姆 গীত রাগিণী থাম্বাজ । তাল খেমটা । চিছিভ্রমরারে তোর নাই কি কিছু রস জান । নারী হয়ে সাধি তোরে আমায় করিস অপমান h হয়ে আমি ঋতুবর্তী, তোরে করিব উপ পতি, তোর প্রতি মাগি রতি দান । গোপন পীরিত নাহি বুঝিস না জানিস প্রেমের मनि tt ভেকিনীর প্রতি ভ্রমরের উক্তি । সে কেমন তাহ৷ শ্রবণ করুণ । ছড়া । শুনে ভেকিনীর প্রত্যুত্তর, নিঃ জবাৰি । হলেন ভ্রমর, মধুকর মদনে হয়ে ব্যস্ত । মনে করে অভিষেক, এ নহে সামান্য ভেক, বেদ বিধি যার উদরস্ত ॥ যে জানে সাধু শাস্ত্র, সেই সে পরম পদার্থ; পরমার্থ জ্ঞানী লোকে বলে যে জন সাধু অনুচরা, তার কি আছে পুরুষ নারী, সাধুকথন গাছে নাইক ফলে৷ সাধু কি কথন গাছে ফলে সাধ্য সাধনেই । সাধু বলে, শাস্ত্র পথের পথী যেই সেই জন পণ্ডিত । পূৰ্বে নীচ জ্ঞান ছিল, আমা হৈতে শত গুণে । 'ভেকিনী ভাল, ভেকিনীর সহ প্রেম করাতো উচিত নলিনীর কিবা গুণ গুণের মধ্যে মধুতে নিপুণ; কৃষ্ণ গুণাগুণ জানেন পদ্ম মদে দিন গেল । যে জানে না কৃষ্ণ গুণ তাতে কিবা আছে গুণ; নলিনীর গুণাগুণ দেখিতে শোভা ভাল। যদি কোন সাধু জন, করিতে শ্ৰীকৃষ্ণ পূজন করে পল্প চয়ন, এই পদ্ধ লয়েযায় । তবে এই সরোবরের পক্ষ পেলেন কৃষ্ণের গ্রপাদ