পাতা:হংসবিলাস পাঁচালি.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কনস বিলাস পাচাদি। ২৫ কয় ভ্রমর রসিক বটে, কোপের চোটে ছাত ফাটে, কুমারে যেন হাড়ি পেটে, ধোবার পাটে যেন খুবী : কচিয়ে বসন। আছা মরি ভ্রমর এমি রসিক; যেন । হু কোর ভিতর পূরে সিক, রসিক নইলে না জানে রসের সন্ধান ৷ আমার পতি ছিল কুড়ে, পড়ে থাকিত যেন বড় এড়ে, পড়েই দিত লেঙ্গড় নাড়! কি কব গতির গুণ, আবেশে হইতাম খুন, কোলে করে থাক্তেম যেমন গঙ্গাতীরের মড় । এই ৰূপে কিছু দিনে ভেকিনী ভ্রমর দুই জনে,কমল বৃনে গোপনে বঞ্চিল। পদ্ম ফুলে করে বাস, ভোকনীর গায় পদ্ধ বাস, পদ্মগন্ধ ভেকিনী হুইল । গীত রাগিণী থাম্বাজ তাল থেমট। ' বিরহে যুড়াইলে কমল বনে কমল প্রাণ। ভেকিনী হয়ে কমল বনে ভ্রমরে করে মধু দান৷ তোর গ্রেমে অলি কুল, মজাইল জাতিকুল, অকূলসাগরে দিয়েকুল,সেঅলি কুল হয়ে অনুঙ্গল তোরেদিলে রতি দান ৷ ছড়া। একি অসম্ভব্য মহাকাব্য শুন ভাই সকলে সেৎথানার ভেকিনী হয়ে বসিল পদ্ম ফুলে ৷ সে কেমন তা শুষ }, যেমন সোণ ব্যা"স্বর্ণ ভক্ষে লঙ্কায় হলেন ভক্তি । কচুবনের ব্যশিহয়ে হলেন পদ্ম মূৰ্ত্তি ॥ রামছাগুলে গাড়ী টানে ঘোড়ার গেল বৃত্তি ইন্দুরের বেটার -চেট কাটানি ছুচয় করে, যুক্তি ৷ জুগির ভাতে በ 8 )