পাতা:হংসবিলাস পাঁচালি.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Noe হ^স বিলাস পাঁচালি। অাতায়ী পক্ষির উপাক্ষণ । চড়া । বসি চিল তরুমূলে, জ্বলিত অঙ্গ দুঃখমলে, অশ্রুজলে ডুবে করে থেদ ৷ হইয়ে চিলের অশ নাহি পাই মৎস্য মাস, ঘৃণসকায় জীবনে বিচ্ছেদ ৷ জন্মিয়ে চিলের কলে; খাদ্যদ্রব্য নাহি মিলে, ডালেই ভ্ৰমণ মাত্র সার। পূৰ্বে কত কৈলু গাপ, তাহে এত মনস্তাপ; পাপ প্রাণে কত সহে আর t সৃজন করেছেন বিধি, দুঃথ পাই জন্মাবধি, ধিক জীবনে কিব। আশ। বিপিন বৃক্ষে সদা থাকা; বিশ্রাম করে বৃক্ষের শাখা; উড়েই ভগ্ন পাথা; দুৰ্বলস দ্বীন সখী, মিছে মাত্র, প্রাণ রাখা, ভক্ষ মাত্র জলের পোকা, পেটের জ্বালায় পঙ্ক মাথ; বিলে স্থলে হয়ে ভেকা, বেড়াই যেন হয়ে বোকা, কি কব কপালের লেথা; এত কষ্টে প্রাণ রথা, থাকা মাত্র দুঃখের সাগরে করে বাস । হয়ে চিল অনুরাগী, হইলেন দেশ ত্যাগি, হইয়েবিবাগির প্রায় । হ৭সাসন ধরাসনে; দেখি চিল হর্ষ মনে উড়ে বৈসে হণসের সভায় ৷ গীত রাগিণী বিভাষ । তাল এক তালা। তথন থেদ করে পক্ষবর বৃক্ষ পরে বৈসে । হলো বিপিন বৃক্ষে বাস এই পূর্ব ধৰ্ম্ম কৰ্ম্ম দোষে ৷ হইলাম পক্ষ যোনিং ন চিনিয়ে চিন্তামণি,মিছে ভ্ৰমে ভ্ৰমিলাম যোনিপথ পথ নাহি জ্ঞান, পশু জাতি আমি অজ্ঞান; মিছে ভ্রমণ করি গমন যোনি দেশে ৷