পাতা:হংসবিলাস পাঁচালি.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছgস বিলাস পাচালি । ৩৭ সাৰ সমতল । আপনি হইতে ধন্য, পরের না কর মান্য জ্ঞান গন্য বুঝিলাম তোমার । আপ্ত ছিদ্র রাথ চকে, পর ছিদ্র সদাই মুখে, আপ্ত ধন্য পশুর ব্যবহার ॥ উচ্চারণে রাজ মান্য তাইতে কি তুই হবি ধন্য, রাজ চিকু কিবা তোতে আছে । মাগ দেশে পুচ্ছ রেথ পৃষ্ঠোপরে ধরিস গাথা, শুনরে বোক থাক্তে পথ উড়িতে নারিস গাছে । রাজ মান্য তোর বড়, ভক্ষ করিস খুদ কুড়, শুনরে ভেড় কেবা রাজা বলে তোকে। যদি সপের মাথায় বৈসে জেনিক, তাইতে কি সে হবে মাণিক, মাণিক বিনে । মাণিকপির কেব। বলে লোকে ৷ ঈশ্বর পদ ঈশ্বর ভাবি বিরছিল কাব্য কবি, সেবি পদ বৈষ্ণব গোসীঞি। যেই বলে গোর বুলী, তার লয়ে পদ ধলী, সদাই বলি বলি হারি যাই । গীত রাগিণী রিভাষ । তাল এক তালা । রাজ রাজেশ্বর বোলে তোরে কেবা বলে । ওরে হ^স আমায় নিন্দে করিস পশু বোলে । নাম তোর রাজ হ৭স, উচ্চারণে রাজ অপশ, , তাইতে কি তুই হবিরাজ বুশ, মিছে বেটা করিস ছল, হাতপাচ্ছয় নম্বা গল; পেকোর পেকোর করে ভের্ষে বেড়াস জলে ৷ চিলের প্রতি হংসের প্রত্যুত্তর । , ছড়া । আম হৈতে বুঝিস মর্ম, পর জীবকে ভাবিস ব্রহ্ম, গম্য ভাবে তোর কম । হতে চাস ব্ৰহ্মচারী; হরণ করে পর নারী, এই কি তোর ব্ৰহ্ম