পাতা:হংসবিলাস পাঁচালি.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○bケ হ’স বিলাস পাচালি । চারির ধৰ্ম্ম। তুষ্ট নিজে নাকি জেতে চিলৈ তাইতে তোর বুদ্ধি ঢ়িলে, থাসিক বিলে, জলের পোক। ভক্ষ । পেটের জালায় পরিবি কোপু, চেটের জালায় করিবি ঢেমি, ধূমড়ী মারা বৈষ্ণবদের কিসে হবে মোক্ষ ৷ মত্ত পাইয়ে ভগাঙ্গ, মুথে বলিবি গৌরাঙ্গ, সাধু সঙ্গ সেট কথার কথা! তোর অন্তরেতে যে গৌরাঙ্গ জানিতেছেন তাত্ৰগৌরাঙ্গ, করিৰি । বোলেরাড সঙ্গ,এই রঙ্গে করে রঙ্গ,মুড়াইল মৃথা সাধু রস সাধুসঙ্গে, নাডুবিলি সে তরঙ্গে, গৌরঙ্গের দায় দিলে কি হবে । মুথে কারবি সিংহের ধূনি, হরণ করিবি শৃগালিনী, ঢেমির রসে বসে দিন যাবে 11 শিক্ষে লয়ে মাতঙ্গের; কৰ্ম্ম করিব পত্তঙ্গের । ভব ভঙ্গের আতঙ্গের, কিবা দলিল তোর ৷ কৃষ্ণ তন্ত্র কৃষ্ণ মন্ত্র, সকলি হইলি ভ্রান্ত সে পথ পথান্ত, একান্ত রাড় তন্ত্র, লয়ে হবি ভোয় । তুই যে আশা ফরিস পক্ষ, তোর ভাগ্যে কি হবে মোক্ষ, মোক্ষ পথে আছে সব মসিল । স্থানেই আছে থানা, সাধু বিনে যেতে মান; সে পথের পথি হলে দাথিল কর্তে হয় দলিল ৷ শমন নামে জমাদার, দলিলে । দথল তার, অনিবার আছে সব পাহারা । রাড় । তন্ত্রে কাটারি কাল, তোর সকল দলিল হবে জাল মোক্ষপথ তোর হবে কাল,জাল দলিলে গমন করি । লে থানায় পড়িবি ধরা ॥যেমন নৃনে ভণ্ড মহাজন, মুথে বলে কোম্পানির ধন, অনুক্ষণ আমি বিক্রয় , করি। নদি ধরে আদলদার, বলেবেট ছাড়২, আমি