পাতা:হঠাৎ নবাব.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S$8 হঠাৎ নবাব । জুী। সে কি রকম অনুষ্ঠান ? घू। দার। দার। বাস্তনার। । জু স্ত্রী। তার মানে কি? জু। সে তি সাবির, তি রেসপন্দির। জু স্ত্রী। সে কি ? জু। সে নন সাবির, ভাজির তাজির। জু স্ত্রী । ও সব কি ছাই ভষ্ম বলচ ? জু। ইয়ফ ইয়ফ ইয়ফ । জু-স্ত্রী। ওসবের মানে কি ? জু। (গাইতে ও নাচিতে নাচিতে) হুলা বা বালাম, বালাবা বালাহা ভূমিতলে পড়িয়া ) জু স্ত্রী । ওমা! কি হবে! আমার স্বামী পাগল হয়ে গেছেন । জু। (উঠিয়া ও যাইতে যাইতে ।) চুপ বেয়াদব মামামুষি-সাহেবকে মান্য করিস্ । জু স্ত্রী । (একাকী) কি ক’রে পাগল হলেন ? আমি দৌড়ে যাই, বাড়ি থেকে না বেরিয়ে যান (দরিমেন ও দোরাস্তুকে দেখিতে পাইয়া) যা বাকি ছিল তাই এইবার হবে দেখচি ! চারিদিকেই বিপদ । দো । হা, বেগম, এমন মজার ব্যাপার তুমি কখন দেখনি—আর আমার মনে হয় না যে দুনিয়ার মধ্যে ও লোকটার মত পাগল আর কেউ আছে, ক্লেয়োস্তের যাতে