পাতা:হঠাৎ নবাব.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

°११म अङ्ग । >> & বিবাহট ঘটে সে বিষয়ে আমাদের চেষ্টা করতে হবে, আর যখন ছদ্মবেশ করে আসবে তখন তাতে আমাদের পোষকত। করতে হবে ; সে লোকটা বড় ভাল, সে সাহায্য পাবার যোগ্য । দরি। তার উপর আমার খুব শ্রদ্ধা আছে, তার মনস্বামন পূর্ণ হলেই ভাল । দেী । তা ছাড়া, এখানে একটা আমাদের ব্যালে- নাচ হবে--সেট। তোমাকে দেখতেই হবে—আমি যেটা কল্পনায় করিছিলুম সেটা কাজে ঠিকৃ হল কি না তাও দেখা দরকার । দরি। ওখানে আমি দেখছিলুম ভারি জমকালো রকম আয়োজন হচ্চে—কিন্তু দোরাস্ত, এ সকল আর সহ্য করা যায় না। হুঁ, আমি এইবার তোমার এই খরচের ছড়াছড়ি বন্দ করে দেব, তুমি আমার জন্য যে সব অজস্র খরচ কর ভার স্রোত বন্ধ করবার জন্য আমি এই প্রতিজ্ঞ করেছি যে শীঘ্রই তোমার সঙ্গে আমি বিবাহ করব । দো। অ! বেগম—এ কখন হতে পারে যে ভূমি আমার জন্য এই রকম মধুর প্রতিজ্ঞ করবে। দরি । তোমার যাতে সৰ্ব্বনাশ না হয় এই জন্যই আমি বিবাহ করতে রাজি হচ্চি—তা না হলে আমি বেশ দেখতে পাচ্চি আর দিন কতক পরে একটি পয়সাও তোমার হাতে থাকবে না । দে। বেগম আমার টাকা বঁাচাবার জন্য যে তোমার