পাতা:হঠাৎ নবাব.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*५१भ अड़ । ১১৯ চতুর্থ দৃশ্য। ੋ। দরিমেন্‌, দোরান্ত, তুর্ক পরিচ্ছদধারী ক্লেয়োন্ত, ছদ্মবেশী কোবিয়েল। জু। কোথায় যাচ্চ হে ? তুমি না থাকলে আমরা কিছুই কথা কোইতে পারব না । ( ক্লেয়োস্তকে দেখাইয়া) ভাল ও কে একটু বুঝিয়ে বল দেখি যে এরা হচ্চেন বড় লোক—আর আমার বন্ধু বোলে ওরা ও কে সেলাম দিতে এসেছেন (দরিমেন ও দোরাস্তের প্রতি) দেখে কেমন উত্তর দেবে এখন । কো । অামাবামা কুকিয়াম মাককি বোরাম অলা বাসেন । ক্লে । কাভাল্লেকি তুবাল উরিন সোভের আমালুছান । জু দরিমেন ও দোরান্তের প্রতি) দেখচ। কে। উনি বোলচেন সম্পদের বৃষ্টি যেন সকল সময়ে আপনার পরিবার-বাগানে জল দেয় ! জু। আমি ভো তোমাদের আগেই বলেছিলুম যে উনি ভূর্ক ভাষা চমৎকার বোলতে পারেন। দরি। বা ! বড় চমৎকার!