পাতা:হঠাৎ নবাব.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ro হঠাৎ নবাব । খেলায় ছুটে জিনিস আছে। সেই দুটো জানলেই সব জানা হয় । ঘা দেওয়া, আর, ঘ না নেওয়া । আর সে দিন আমি প্রমাণের সঙ্গে তা দেখিয়ে দিয়েছি। জুদা। এক জন লোক, যার সাহস নেই, সে তা হ’লে এই রকম ক'রে নিজে না মরে আর একজনকে মেরে ফেলতে পারে ? ত-ওস্তাদ । তার সন্দেহ নেই। আর তার প্রমাণ শুদ্ধ কি আপনি দেখেন নি ? জুর্দ্য। ইঁ। ত-ওস্তাদ । তবে দেখুন রাজ্যের মধ্যে আমাদের কতদূর মান হওয়া উচিত। আর সকল রকম অকেজে। বিদের চেয়ে এ বিদ্যে যে কত উচু তাও বিবেচনা করে দেখুন। অকেজে। বিদ্যে, যেমন নাচ, গান বাজনা— না-ওস্তাদ । তলোয়ারের ওস্তাদাজ, একটু মুখ সামলে কথা কওঁ—নাচের কথা অমন অমান্য ক’রে বোলে৷ না । গা-ওস্তাদ । এ ও ভাই তোমাকে বলুচি, গান-বাজনার কথ। অমন ক'রে বোলে৷ না । ত-ওস্তাদ । তোমরা তো বড় মজার লোক হে— আমাদের বিদ্যের সঙ্গে কিনা তোমাদের বিদ্যের তুলনা ! গা-ওস্তাদ । কি মস্ত লোকটাই বলচে রে । না-ওস্তাদ। বুকে কবচ প’রে কি মজার জানোয়ারই সেজেচে ।