পাতা:হঠাৎ নবাব.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । ৩৭ বড় লোকেরা এই রকম উল্ট ক'রে ফুল পরেন ? - দর্জি। হা মশাই । জুদা। ও: ভবে এ বেশ হয়েছে? দর্জি। আপনি যদি ইচ্ছে করেন তাহলে উপর দিকে মুখ করে দিতে পারি। জুদা। না—না । দর্জি। আপনি বোল্লেই করে দিভে পারি। জুদা। না না তা করতে হবে না । যা করেছ বেশ করেছ । তোমার মনে হয় কি ? আমার গায়ে বেশ লাগবে ভে ? দর্জি। বলেন কি ! একজন ছবি ওয়ালা ও তুলি দিয়ে এমন ফিট ক’রে পোষাক অাকতে পারে না । আমার কারখানায় একটি ছোগর। কারিগর অাছে তার মত রিনগ্রেব কেউ করতে পারে না—তার ও বিষয়ে ভাfর জেহেন। আর একটি ছোগর আছে তার মত ডবলেট কেউ বানাতে পারে না—সে বিষয়ে সে অদ্বি তীয় । জুদা। পরচুলো ও পালকগুল কি দস্তুর মত হয়েছে ? দজি । সব ঠিক হয়েছে । জুদৰ্য । (দর্জির প্রতি দৃষ্টি করিয়া) আহা! আহা ! দজি সাহেব, শেষ বারে তুমি আমাকে যে কাপড়ের কোর্তা 8