পাতা:হঠাৎ নবাব.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । \5:S মধ্যে দুজন ষ্টার কুস্তি কবিবাব পায়জামা খুলিয়। ফেলিল-- 'আব দুইজন ফতুয়া খুলিয়া লইল, তার পর নাচিতে নাচিতে ভাঙ্গর নতুন পোষাক পরাইয়া দিল, জর্দা তাঙ্গদের মধ্যে ঘুরিয়া বেড়াইতে বেড়াইতে তাঙ্গল পোষাক ভাঙ্গাদিগকে দেখাইতে লাগিলেন এবং জিজ্ঞাসা করিতে লাগিলেন থে তাঙ্গ ঠিক মানান-সই গুইয়াছে কি না )। কারিগর দর্জি। নবাব সাহেব, এই কারিগরদের সরাপ খেতে অনুগ্রহ করে কিছু দিন । জুর্গা। আমাকে কি বোলে ডাকলে ? কারিগর দর্জি। নবাব সাহেব । দু। নবাব সাহেব, বা ! দেখ, বড় লোকদের মত পোষাক পরলে কি হয়! সামান্ত লোকের মত যদি চিরকাল কাপড় পরে থাকা যায়, তাহলে একবারও কেউ পোছে না। নবাব সাহেব । ( কিছু টাকা দিয়া ) এই নেও, নবাব সাহেব বলবার দরুণ এই দিলুম। কারিগর। জাহাপনা ! জু। ও! ও ! জাস্থাপনা ! তুমি একটু দাড়াও হে ; জাহাপনা বলবার দরুণ কিছু বকসিস পাওয়া উচিত – জাহাপনা বড় কম কথা নয় ! এই নেও জাহাপন তোমাকে এই দিলেন । - কারিগর। জাহাপন হুজুরালিকে গোদ সেলামং রাখুন এই উদেশে আমরা সকলে মিলে সরাপ খাব।