পাতা:হঠাৎ নবাব.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হঠাৎ নবাব । ونونا ক্লেওস্তু। দূর হ বিশ্বাস-ঘাভিনী, তোর কথায় আমি ভুলি নে । fন । তোর এই রকম ব্যবহার – ক্লে। দূর হ আমি বলচি, আর তোর মনিবকে বলিস্ যে সরল ক্লে ওস্তু আর তার কথায় ভোলে না । নি। এ কি রকম বদল ? আমার কোবিয়েল, তুমিষ্ট বল দেখি এ সকলের মানে কি ? কে । তোর কোবিয়েল ! হতভাগি কোথাকারে । দূর হ এখান থেকে-আমার চোখের সামনে থেকে দূর হ । নি। তুইও এই রকম কল্পি—- কে । দূর হ বলচি —তোর কথা শুনতে চাই নে । নি। (স্বগত) বাঃ! এ দেখচি. একই বিছে দুজনকেই কামড়েছে। ঠাকরণকে সব কথা বলিগে যাই । নবম দৃশ্য। ক্লেওস্ত —কোবিয়েল্ । ক্লে । কি ! একজন প্রণয়ীর সঙ্গে কি না এই রকম ব্যবহার—আর যে প্রণয়ী সকল চেয়ে বিশ্বাসী ও অনুরক্ত ! কে। আমাদের দুজনের সঙ্গে যে রকম ব্যবহার করেছে তা অতি ভয়ানক ।