পাতা:হঠাৎ নবাব.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१० হঠাৎ নবাব । কো । তার কথা বল্‌চেন । সে যে রকম কদাকার ভার উপর আপনার কি ক’রে যে এত ভালবাস হল ভেবে পাই নে ! তার রূপ অতি সামান্য, ওর চেয়ে হাজার হাজার আপনার যুগিা রূপসী আপনি পেতে পারেন। প্রথ মতঃ তার চোথ ছোটো । ক্লে । তা সত্যি, তার চোখ ছোটো বটে, কিন্তু এমন জলজলে, এমন উজ্জ্বল, এমন তীক্ষ, এমন মৰ্ম্মভেদী চোখ অামি আর কোথাও দেখিনি । কো। তার মুখটা বড় । ক্লে । হঁ। কিন্তু সে মুখেতে যে রকম সৌন্দৰ্য্য দেখা যায় সেরকম সৌন্দর্য্য অন্য কোন মুখে দেখতে পাওয়া যায় না—আর সেই মুখ দেখলে কত যে ভালবাসার উদ্রেক হয় তা বলা যায় না । কো। তার শরীরটা একটু বেঁটে । ক্লে । কিন্তু তার গড়ন ভাল । কো । তার চাল চোল ও কথাবার্তায় কেমন সে একটা খাতির-নদারদ ভাব দেখায় । ক্লে । তা সত্যি-কিন্তু সে-সবে কেমন একটা লাবণ্য আছে, আর তার ধরণ-ধারণ এমন মিষ্টি, আর কি একটা মোহিনী শক্তি আছে, কেমন চট্‌ ক’রে হৃদয়ের মধ্যে প্রবেশ করে । কো। আর তার মন--