পাতা:হঠাৎ নবাব.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ፃw হঠাৎ নৰাব । নি। (গমনোদ্যত কোবিয়েলের প্রতি ) কোবি য়েল । ক্লে । ( থমকিয়া দাড়াইয়া)—অ্যা ? কে । ( থমকিয়া দাড়াইয়। ) কি বলচ ? লু। কোথায় যাচ্চ ? ক্লে । সে তো তোমাকে বলেচি । কো । আমরা মরতে যাচ্চি । লু। ক্লেয়োস্ত, তুমি মরুতে যাচ্চ ? মে । হা, নৃশংসে, তোমার যখন তাই ইচ্ছে । লু। আমার! আমার ইচ্ছে যে তুমি মর? কুে। ই, তোমার তাই ইচ্ছে। লু। কে তোমাকে বল্লে ? ক্লে । (লুসিলের কাছে আসিয়া ) আমার সন্দেহ ভঞ্জন ন কয়। আর আমার মরণ ইচ্ছে করা কি একই কথা না ? লু। সে কি আমার দোষ ? তুমি যদি আমার কথা শুনতে হলে কি তামাকে বলতুস না ? আজ সকালে আমার ; জন বুড়ি জেঠাই মা এনেছিলেন, তার এই মত যে, এ ৫ জন পুরুষ মানুষ কাছে এলেও স্ত্রীলোকের সন্ত্রম যায় । এই বিষয়ে তিনি আমাদের ক্রমাগত উপদেশ দেন, আরও বলেন যে যত পুরুষ মানুষ আছে সবাই দৈত্য। তাদের দেখলেই পালাতে হয় ।