পাতা:হঠাৎ নবাব.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

brb" হঠাৎ নবাব । দো। বেগম, তোমাকে খাওয়াবার জন্য তবে কোন জায়গা পছন্দ করব বল ? কারণ, গোলমাল এড়াবার জন্য, তুমি খানাটা নিজের বাড়িতেও হতে দিতে চাও না— আমার বাড়িতেও দিতে চাও না । দরি। কিন্তু তুমি কি স্বীকার কর না, কেমন আস্তে আস্তে তোমার প্রেমের উপহার নিতে আমাকে লইয়েছিলে ? আমি যতই নেব না বোলে বারণ করে পঠাই, তুমি আমাকে কিছুতেই ছাড় না—আমি শেষে ক্লান্ত হয়ে পড়েছিলুম—আর তোমার কি এক রকম ভদ্র একগুঁয়েমি আছে, যে তাতে ক’রে তামার যা ইচ্ছে তাতেই এক জনকে আস্তে আস্তে ল ওয়াতে পার । প্রথমে তে। ঘন ঘন আমার বাড়ি আস্তে আরস্ত করলে, তার পরে তোমার মনের ভাব প্রকাশ করলে, তার পরে আমার নামে ভালবাসার গান বেঁধে পাঠাতে লাগলে—তার পর আমোদ-প্রমোদে নিমন্ত্রণ করতে লাগলে—তার পর উপহার পাঠাভে লাগলে—আমি ও-সব-তাভেই বাধা দিয়েছিলুম, কিন্তু তুমি তো হটবার লোক নও, আস্তে আস্তে, এক প। এক পা ক’রে, এগিয়ে আমার প্রতিজ্ঞা ভেঙ্গে দিলে। আর আমার নিজের উপর কিছুই নির্ভর নেই। আর, আমার এই বিশ্বাস, শেষে তোমার সঙ্গে, বিবাহ করতে পর্য্যন্ত আমাকে রাজি করাবে—যা আমার আদপে ইচ্ছে নেই। দো। বল কি, বেগম, ও কাজটা ক’রে ফেলাই উচিত