পাতা:হরিলক্ষ্মী.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
হরিলক্ষ্মী

 হরিলক্ষ্মী উদ্বিগ্ন হইয়া কহিল, এ কথার মানে?

 শিবচরণ বলিল, মেজবৌমা ব’লে থাকেন কি না, রাজত্বটা ত আর বট্‌ঠাকুরের নয়—ইংরাজ গভর্মেণ্টের!

 হরিলক্ষ্মী কহিল, বলেছে না কি? কিন্তু, আচ্ছা—

 কি আচ্ছা?

 স্ত্রী একটুখানি সন্দেহ প্রকাশ করিয়া বলিল, কিন্তু মেজবৌ ত ঠিক ও রকম কথা বড় একটা বলে না। ভয়ানক চালাক কি না! অনেকে আবার বাড়িয়েও হয় ত তোমার কাছে ব’লে যায়।

 শিবচরণ কহিল, আশ্চর্য্য নয়। তবে কি না, কথাটা আমি নিজের কানেই শুনেছি।

 হরিলক্ষ্মী বিশ্বাস করিতে পারিল না, কিন্তু তখনকার মত স্বামীর মনোরঞ্জনের নিমিত্ত সহসা কোপ প্রকাশ করিয়া বলিয়া উঠিল, বল কি গো, এত বড় অহঙ্কার! আমাকে না হয় যা খুসী বলেছে, কিন্তু ভাশুর ব’লে তোমার ত একটা সম্মান থাকা দরকার!

 শিবচরণ বলিল, হিঁদুর ঘরে এই ত পাঁচ জনে মনে করে লেখাপড়া-জানা বিদ্বান মেয়েমানুষ কি না! তবে আমাকে

২৮