পাতা:হাফেজ.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯৪ ] ধখন প্রেমিক তোমার কুঞ্চিত কুন্তলের জালে আবদ্ধ হইল, তখন শোক ক্রোধের বন্ধন হইতে তিনি আমাকে মুক্তিদান করিয়াছেন। হাফেজের প্রার্থন ও প্রতিরুখানকারী সাধকদিগের পবিত্র নিশ্বাসের শুভ ফল ছিল যে, আমাকে সাময়িক শোকের বন্ধন হইতে মুক্তিদান করিয়াছে। ৯২ ৷ —:)•(:— গত রজনীতে দেখিয়াছি যে, দেবগণ সুরালয়ের দ্বারে আঘাত করিলেন, আদি পুরুষ আদমের মৃত্তিক ধৌত করিলেন ও প্রানপাত্ৰযোগে তাহাকে আঘাত করিলেন * । - - পুণ্যধ্যমের নিভৃত নিকেতননিবাসিগণ মাদৃশ পথিকের সঙ্গে প্রমত্ততার সুর। পান করিলেন । ঈশ্বরকে ধন্যবাদ যে, আমার ও তাছার মধ্যে সন্ধি স্থাপিত হইয়াছে, তাহাতে স্বর্গাঙ্গনাগণ মৃত্য করত কৃতজ্ঞতার পানপাত্র পান করিলেন । - বাহাত্তোর প্রকার ধর্মমত সঙ্গন্ধীয় বিরোধ সকলের আপত্তি রাখিয়া দt ও, যখন তাহারা সত্য দর্শন করেন নাই তখন অসত্য কাtহনীর পথ আশ্রয় করিলেন + । سلام

  • গত রজনী অধ্যাত্ম জগৎ, অর্থাৎ অধ্যাত্ম জগতে দেখিয়াছি যে, দেবগণ প্রেমনিকেতনের দ্বারে আঘাত করিতেছেন, ৪ তাহা হইতে প্রেমের পানপাত্র সকল আহরণ করিতেছেন, এবং আদমের মৃত্তিকারূপ দেহকে নিক্ষেপ করিয়া প্রেমরসে জড়িত করিতেছেন । - o - : মুঃিদলকে পৃথক করিলে মোসলমানগণ , বাছাত্তোর সম্প্রদায়ে বিভক্ত। খাজা হাফেজ বলিতেছেন যে সেই বাহান্থের