পাতা:হাফেজ.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ సెy ] বিগত রজনীতে আমাদের মণ্ডলীমধ্যে তোমার কুঞ্চিত কুম্ভলের কাহিনী হইয়াছে, অৰ্দ্ধনিশা পৰ্য্যন্ত তোমার চিকুরগৃঙ্খলের কথা হইয়াছে । হৃদয় যে তোমার নয়নবাণে শোণিতাক্ত হইতেছিল সে পুনৰ্ব্বার কা কস্থানীয় তোমার জযুগলের প্রতি অনুরাগী হইয়াছে । পরমেশ্বর বসন্ত সমীরণকে ক্ষমা করুন, যেহেতু সে তোমার কিছু সংবাদ আনয়ন করিয়াছে, অন্তথা আমি তাহদের কাহার ও নিকট পহুছিতে পারি নাই, যাহারা তোমার পল্লীনিবাসী श्शेप्लांटछ i আমি বিভ্রান্ত হইয়াও নিরাপদ ছিলাম, তোমার কৃষ্ণ অলকাপুঞ্জ আমার পথে জালস্বরূপ হইয়াছে । প্রেমের গোলযোগের সংবাদ জগং কিছুই জানিত না, তোমার কুহকময় চক্ষু জগতের বিপ্লবকারী হইয়াছে। তুমি তনুচ্ছদ উন্মোচন কর, তাহা হইলে আমার হৃদয় উন্মুক্ত হইবে, আমার যে উন্মুক্তভাব ছিল, তোমার পাশ্বোপবেশনেই হইয়াছে । 攣 তোমার হিতৈষিতার দোহাই, তুমি হাফেজের সমাধির উপর গমন করিও, তোমার প্রতি অনুরাগের অবস্থায় সে ইহলোক হইতে চলিয়া যাইতেছে । ৯৬ ৷ *: ー:)*(3ー আদিমকালে তোমার সৌন্দৰ্য্য জ্যোতি প্রকাশে প্রবৃত্ত হয়, প্রেমের উদম হুইল ও সমুদায় জগতে অগ্নি জুলিয়া উঠিল । , তাহার মুখমণ্ডলের জ্যোতি দেবতারা দেখিলেন, প্রেমিষ্ট