পাতা:হাফেজ.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ సెసె হইখেন না, এই খেদে মহা বহি জলিয়া উঠিল, এবং আদমেতে সংলগ্ন হ ল । -- শক্ৰ চাহিয়াছিল যে, গৃঢ়তত্বের কৌতুহল দর্শনে উপস্থিত হয়, দৈবহন্ত প্রকাশিত হইল ও সেই অমর্মজ্ঞ লোকের বক্ষে আঘাত করিল। বুদ্ধি ইচ্ছা করিতেছিল যে, সেই প্রেমের অগ্নি হইতে দীপ প্ৰজলিত করে, দুঃখবিদ্যুৎ জলিয়া উঠিল ও পৃথিবীকে চমকিত করিয়া তুলিল । দেবতার তোমার মুখমণ্ডলের অভিলাষ করিয়াছেন, সেই কুঞ্চিতকুন্তলে হস্তাপণ করিয়াছেন। অন্ত লোকে সম্পূর্ণরূপে আমোদ আহলাদের উপর ভাগ্যের পাশ থেলিয়াছে, আমার মন শোকান্ত ছিল, শোকের উপর থেলিয়াছে। যে দিবস ধন সম্পত্তি গু মনের আমোদ বিসর্জন করিয়াছে সেই দিবসই হাফেজ তোমার প্রেমের আনন্দলিপি লিখিয়াছে। ৯৭ ৷ ー3-S-:ー বিগত নিশাতে তিনি আগমন করিতেছিলুেন, এবং মুখমণ্ডল প্রদীপ্ত ছিল, তখন আর আমার শোকার্ত দগ্ধ মন কোথায় ? র্তাহার পাপরূপী কৃষ্ণ অলক ধৰ্ম্মপথে চুরি করিতেছিল, সেই পাষণহীদয় আপন পথে বদনমণ্ডলযোগে দীপ ধারণ করিয়াছিল । হৃদয় বহু শোণিত সঞ্চয় করিয়াছিল, কিন্তু নয়ন তাহ বিসর্জন করিয়াছে । হে ঈশ্বর, হায় ! কে সঞ্চয় করিল, এবং কে বিনাশ করিল ৯ । استعد

  • বিরহশোকাৰ্ত্ত প্রেমিকগণ শোণিতাশ্র বর্ষণ করেন,